সুকান্ত মুখোপাধ্যায়, বোলপুর: কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে সিবিআইয়ের (CBI) স্ক্যানারে থাকার পাশাপাশি, এবার স্কুলে চাকরি নিয়েও বিতর্কের মুখে অনুব্রত-কন্যা (Anubrata Mondal) সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) । চাকরিতে বেনিয়মের অভিযোগে, আজ, কন্যা-সহ অনুব্রতর আত্মীয়, ঘনিষ্ঠ মিলিয়ে ৬ জনকে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।


আদালতে সুকন্যার হাজিরার সম্ভাবনা: আরও বেকায়দায় পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল? সেইসঙ্গে তৃণমূলের বিড়ম্বনাও কি আরও বাড়তে চলেছে? গরু পাচার মামলায় ইতিমধ্যেই CBI হেফাজতে রয়েছে অনুব্রত। তাঁর মেয়ে সুকন্যার সম্পত্তিও এখন CBI স্ক্যানারে। আর এবার এই প্রশ্নও উঠে গেল, যে, সরকারি স্কুলের শিক্ষিকা পদেও কি বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল অনুব্রত’র মেয়েকে? সূত্রের খবর, আজ আদালতে সুকন্যার হাজিরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অনুব্রতর আত্মীয় ও ঘনিষ্ঠরাও আজ হাইকোর্টে (Calcutta High Court) হাজির হবেন বলে সূত্রের খবর। অনুব্রত কন্যার বিরুদ্ধে অভিযোগ, টেট পাস না করেই প্রাইমারি স্কুলে চাকরি পান সুকন্যা। শুধু তাই নয়, চাকরি পাওয়ার পর একদিনও স্কুলে যাননি। বাড়িতেই পাঠিয়ে দেওয়া হত রেজিস্টার। তার প্রেক্ষিতেই অনুব্রত-কন্যাকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 


চাকরিতে নিয়োগ, শুধু এই আশায়, মুষলধারে বৃষ্টি, কনকনে ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে বসে রয়েছেন SSC’র মেধাতালিকায় নাম থাকা, অসহায় এই আন্দোলনকারীরা। আর তারই মধ্যে এবার উঠল এই বিস্ফোরক অভিযোগ। টেট ফেল করা সত্ত্বেও কি অনুব্রত মণ্ডলের মেয়েকে প্রাথমিক শিক্ষিকা’র চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল? কয়েক বছর আগে, বোলপুরের কালিকাপুরে বাড়ির অদূরে এই প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষিকা পদে যোগ দেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। অভিযোগ, চাকরি পাওয়ার পর, একদিনও স্কুল যাননি অনুব্রত মণ্ডলের মেয়ে। তাঁর বাড়িতে রোজ পাঠিয়ে দেওয়া হত হাজিরার খাতা। তিনি বাড়িতে বসেই স্কুলের রেজিস্টারে সই করতেন।


বিষয়টি নিয়ে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হন, সৌমেন নন্দী নামে এক চাকরিপ্রার্থী।  মামলাকারীর অভিযোগ, শুধু সুকন্যা মণ্ডলই নন। নিয়োগ দুর্নীতিতে জড়িত, অনুব্রতর আরও ৫ আত্মীয় ও ঘনিষ্ঠরা। অভিযোগ, এই ৬ জনই টেট পাস করেননি, কিন্তু শিক্ষকের চাকরি পেয়েছেন।বুধবার, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা ওঠে। তারই প্রেক্ষিতে, বিচারপতি নির্দেশ দেন, বৃহস্পতিবার, দুপুর ৩টের মধ্যে, অনুব্রত কন্যা সহ এই ৬ জনকে টেট পাসের সার্টিফিকেট ও চাকরির নিয়োগপত্র নিয়ে আদালতে হাজির হতে হবে।


আরও পড়ুন: SSC Recruitment Scam : কীভাবে হয়েছিল নিয়োগ 'দুর্নীতি' ? চাঞ্চল্যকর দাবি বাগ কমিটির সদস্যের