শিবাশিস মৌলিক, কলকাতা : লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরে চূড়ান্ত ডামাডোল! বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই বিস্ফোরক অনুপম হাজরা (Anupam Hazra) !  এবার অমিত শাহর সভার আগে ফের একবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। ফেসবুক লাইভ করে ব্যক্ত করলেন নিজের ভাবনা। এর আগেও একাধিকবার বিজেপির রাজ্য নেতৃত্ব নিয়ে চোখা চোখা আক্রমণ করেছিলেন তিনি। আবারও তাই করলেন। এবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, 'গত কয়েক বছর ধরেই দেখছি, হয় আমাকে ডাকা হয় না; না হলে এমন সময় ডাকা হয়, যাতে আমি আসব না তারা নিশ্চিত থাকে।' 



বঙ্গ বিজেপির বিরুদ্ধে, বিক্ষোভের সুর শোনা গিয়েছিল অনেক আগেই। সরাসরি বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণও করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। দিয়েছিলেন নিজের কেন্দ্রে মনোনিবেশ করার পরামর্শ। পাল্টা হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতিও। এর আগে, দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যকে নিশানা করেন অনুপম। আবারও প্রকাশ্যে বিজেপির গৃহদাহ ।



বুধবার ধর্মতলায় বিজেপির সমাবেশ। থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে, দলের একাংশের বিরুদ্ধেই ফের আক্রমণাত্মক অনুপম হাজরা। যদিও এপ্রসঙ্গে কোনও মন্তব্য় করেননি বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। কিছু বলতে চাননি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, আমি জানি না। 'আমার জানা নেই। জানে সভাপতি। আমাদের সভাপতি নির্ভর দল। সব তিনি জানেন।'


">


তিনি আরও বলেন, 'যোগ্য না হলেও স্তাবক বা কাছের মানুষকে জেলা সভাপতি করা হচ্ছে। লোকসভা ভোটে টিকিট দেওয়ার ক্ষেত্রেও যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে কাছের মানুষকে টিকিট দেওয়ার চেষ্টা করবে। সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্ব এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে'। বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের অভিযোগ, 'বঙ্গ বিজেপি সাধারণত আমাকে এভাবেই এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্ব এলে সভায় থাকার ইচ্ছা থাকে সকলেরই। আমায় সেখানে ডাকা হয় না।' 


২০১৯ সালে লোকসভা ভোটের আগে, তৃণমূল বিজেপিতে যোগ দিয়েছিলেন অনুপম হাজরা। তবে সেবার লোকসভা ভোটে, বিজেপির প্রার্থী হিসেবে যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তীর হেরে যান তিনি। তবে এবছর জুলাইয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে অনুপম হাজরাকে ফের একবার রেখে দেয় কেন্দ্রীয় নেতৃত্ব।  



 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন : 


কোভিডের পর চিনের নয়া আতঙ্ক শিশুদের নিউমোনিয়া! ভারতের কাছেও বিপদসঙ্কেত? কী বললেন ডা. অপূর্ব ঘোষ