কলকাতা: নারীর নিরাপত্তা সুনিশ্চিতকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি নাগরিক চেতনা মঞ্চের। অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন সেই চিঠি সকলের সামনে তুলে ধরলেন। স্কুলের চৌহদ্দি থেকে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার সুপারিশ রয়েছে চিঠিতে। অপর্ণা জানান, পশ্চিমবঙ্গ নারীদের জন্য নিরাপদ বলে দাবি করা হয়। কিন্তু ধারণা এবং বাস্তবের মধ্যে ফারাক রয়েছে। (Aparna Sen)


বৃহস্পতিবার এ নিয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন অপর্ণা এবং নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা। সেখানে খোলা চিঠিটি তুলে ধরেন অপর্ণা। তিনি বলেন, "যে সরকারই আসুক না কেন, যে দলেরই সরকার হোক না কেন, তাদের বলতে হবে যে এভাবে চলবে না। আমরা পরিকাঠামোগত, পদ্ধতিগত, দীর্ঘমেয়াদি কিছু বদল চাইছি, যাতে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়।" মুখ্যমন্ত্রী, নবান্নের পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন দফতরকেও চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়। সমাজের সচেতন নাগরিকরা, অভিনেতা, পরিচালক, শিল্পী, সমাজকর্মী, আইনজীবী, চিকিৎসকরা ওই চিঠি লিখেছেন বলে জানিয়েছেন অপর্ণা।(Kolkata News)


 রাজ্যে নারী নিরাপত্তার পরিস্থিতি নিয়ে অপর্ণা বলেন, "আমরা চিরকাল ভাবি পশ্চিমবঙ্গ একটি নিরাপদ রাজ্য, এখানে মেয়েদের নিরাপত্তা রয়েছে। কিন্তু এই ধারণা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে কোথাও তফাত রয়েছে। বার বার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা দেখতে পাচ্ছি আমরা। এই তফাতটা যেন না থাকে। পশ্চিমবঙ্গ যেন দেশের মধ্যে সত্যি সত্যিই নিরাপদ রাজ্য হয়ে ওঠে।"


অপর্ণা জানিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ-প্রশাসন, পরিবহণ, সব দফতরেই চিঠি দিচ্ছেন তাঁরা। তাঁরা কারও পদত্যাগ চাইছেন না। তাঁদের দাবি, প্রশাসন যেন নাগরিকদের দাবিগুলি মেনে নেন। তাঁদের দাবিগুলি রাজ্য এবং নারীদের জন্য মঙ্গলজনক। তাই রাজ্য সরকার সেই দাবি মেনে নিতে যেন সক্রিয় হয় রাজ্য, সেগুলি রূপায়ণ করে। 


অপর্ণা জানান, পুলিশ যেখানে কাজ করে, সেখানেও মেয়েরা রয়েছে। সেখানেও তাঁদের জন্য ভাল পরিবেশ থাকা দরকার। মেয়েরা যাতে নিরাপদে এক জায়গা থেকে অন্যত্র যেতে পারেন, তার জন্য পরিবহণ বিভাগকেও সংশোধন ঘটানো দরকার। স্কুলগুলিতে লিঙ্গ সচেতনতা তৈরিও প্রয়োজন বলে জানান তিনি। আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই মেয়েদের নিরাপত্তা সংক্রান্ত খামতির দিকগুলি উঠে আসছে। সেই নিয়েই এই খোলা চিঠি।