আবির দত্ত, কলকাতা: ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে। আক্রান্তের দাবি, যাত্রীর কাছে ভারী ব্যাগ থাকায় যেতে অস্বীকার করেন চালক। বুকিং ক্যানসেল করতে বললে বাইক চালক বেধড়ক মারধর করেন।
ভর সন্ধেয় রবীন্দ্র সরণিতে প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এক বাইক চালকের বিরুদ্ধে। বিডন স্ট্রিটের বাসিন্দা ব্যবসায়ী সম্রাট দাসের বাসনের দোকান রয়েছে রবীন্দ্র সরণিতে। ব্যবসায়ীর দাবি, শনিবার সন্ধে সাড়ে ৭ টা নাগাদ এক ক্রেতার জন্য অ্যাপ বাইক বুক করেন তিনি। গ্রাহকের সঙ্গে ৪-৫ কিলো বাসন ছিল। অভিযোগ, ভারী ব্যাগ দেখে যেতে অস্বীকার করেন অ্যাপ বাইক চালক। ব্যবসায়ী চালককে বুকিং ক্যানসেল করতে বললেই তীব্র বচসা শুরু হয়। এরপরেই বাইক থেকে নেমে ব্যবসায়ীকে বেধড়ক মারধর করেন বাইক চালক।
আক্রান্ত ব্যবসায়ী সম্রাট দাস বলছেন, 'গালিগালাজ, মারধর করে, মুখে ঘুষি মারে, চশমা খুলে ট্রাম লাইনে ফেলে দেয়, মাথায়, কানি ঘুষি মারে, আমার মাথার পিছনে লেগেছে।' ব্যবসায়ীর দাবি, এরপরে জোড়াবাগান থানায় যান তিনি, অভিযুক্ত অ্যাপ বাইক চালককেও ডাকা হয়। আক্রান্ত ব্যবসায়ী সম্রাট দাস বলছেন, 'আমি জোড়াবাগান থানায় যাই, অভিযুক্ত চালককেও ডাকা হয়, সে বলে, দিনভর কোনও গ্রাহক পায়নি, মাথা গরম ছিল, তাই এই কাণ্ড, আমার জায়গায় কোনও মহিলা বা বয়স্ক মানুষ থাকতে পারতেন, তার সঙ্গে এরকম হলে কী হত?' পুলিশ সূত্রে খবর, শনিবার কোনও পক্ষই লিখিত অভিযোগ জানায়নি। রবিবার সকালে জোড়াবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।
অন্যদিকে, এবার ডাক্তারির সংরক্ষিত আসনে ভর্তিতে ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ! তফশিলি উপজাতি সংরক্ষিত আসনে ভুয়ো সার্টিফিকেট জমার অভিযোগ ৪৫ জনের বিরুদ্ধে! ৪৫ জনের নামের তালিকা স্বাস্থ্যভবনকে দিল আদিবাসী উন্নয়ন দফতর। স্বাস্থ্য দফতরকে তদন্ত করে আইনি পদক্ষেপ করতে বলল আদিবাসী উন্নয়ন দফতর। ৪৫ জনের নাম-সহ অভিযোগ তোলে রাজ্য তফশিলি উপজাতি কল্যাণ সমিতির। অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য দফতরকে তদন্ত করতে বলল আদিবাসী উন্নয়ন দফতর। ভর্তি প্রক্রিয়া চলছে, অভিযোগ খতিয়ে দেখা হবে, জানাল স্বাস্থ্য দফতর যখন এসএসসি নিয়ে তোলপাড় গোটা রাজ্য, তার মধ্যেই প্রকাশ্যে এসেছে ডাক্তারির সংরক্ষিত আসনে ভর্তিতে ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ। এ কথা সবারই জানা যে, কেবল চিকিৎসা ক্ষেত্রে নয়, পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই তফশিলি জাতি উপজাতির জন্য আসন সংরক্ষিত থাকে। থাকে বিভিন্ন ছাড় ও সুযোগ সুবিধাও। সেই সুযোগ সুবিধা পেতেই এই ধরণের ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার চেষ্টা রা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ১ জন বা ২ জন নয়, এই অভিযোগ উঠেছে ৪৫ জনের বিরুদ্ধে। এর আগেও, ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিক্যাল নিট পরীক্ষায় ভর্তি হওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল।