বাপন সাঁতরা, আরামবাগ: বুধবার আরামবাগে বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। এ কারণেই আরামবাগে বাস ধর্মঘটে চরম যাত্রী ভোগান্তি। এদিন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন বাসমালিক সংগঠনগুলি। দীর্ঘ ২ মাসের বেশি সময় ধরে আরামবাগে রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মহকুমা প্রশাসন, পরিবহণ দপ্তর ও পূর্তদপ্তরের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবারও বাস চলাচল বন্ধ থাকছে। ফলে যাত্রীভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Continues below advertisement

বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও ব্রিজের উপর দিয়ে দীর্ঘ সময় ধরে বাস বন্ধ। তারই প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এরফলে বিভিন্ন রুটের প্রায় পাঁচ শতাধিক বেসরকারি বাস চলাচল বন্ধ হলো আরামবাগে। বাস না থাকার সুযোগে তিনগুণ ভাড়া হাঁকাচ্ছে টোটো, অটো থেকে প্রাইভেট কারগুলি। এরফলে গন্তব্যে পৌঁছতে চরম ভোগান্তি সাধারণ মানুষের।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাতে আরামবাগের রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে যায়। ব্রিজ সংস্কারের কাজ শুরু হতেই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী বাস থেকে মালবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিজের দুধারে লাগানো হয়েছে হাইট বার। পুজোর আগে ব্রিজে স্বাভাবিক যান চলাচলের প্রতিশ্রতি দেওয়া হলেও এখনও ব্রিজ সংস্কারের কাজ শেষ হয়নি। 

Continues below advertisement

বাসমালিকদের দাবি, ব্রিজের উপর দিয়ে বাস চলাচল করতে না দেওয়ায় বাস চালিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই এদিন থেকে বাধ্য হয়ে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে যাত্রীদের ভোগান্তি চরমে।

বাসমালিক সংগঠনের দাবি, কাটা সার্ভিসের জেরে ক্ষতির মুখে পড়ছে বাস ব্যবসা। তাই হাইটবারের উচ্চতা বাড়িয়ে বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। কিন্তু সেই অনুমতি না পাওয়ায় বাস বন্ধের ঘোষণা করে মালিকপক্ষ। সেইমতো এদিন সকাল থেকেই আরামবাগ বাসস্ট্যান্ড কার্যত ফাঁকা থাকে। কালীপুরের অস্থায়ী বাসস্ট্যান্ডে কিছু বাস দাঁড়িয়ে থাকলেও যাত্রী ওঠানামা করেনি। বাসের পরিবর্তে আরামবাগ থেকে বহু টোটো, অটো, মারুতি গাড়ি যাত্রী পরিবহণে ভিড় জমায়। অভিযোগ, যাত্রীদের থেকে যথেচ্ছ ভাড়া চাওয়া হয়েছে। বহু যাত্রী বাধ্য হয়ে সেই ভাড়া দিয়ে যাতায়াত করেন। অনেক নিত্যযাত্রী এদিন বাইক নিয়েও কর্মস্থলে আসেন। তবে এই দুর্ভোগ কবে কাটবে, তার নিশ্চয়তা নেই।