ব্যারাকপুর : ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের (Barrackpur TMC Candidate Partha Bhowmick) কাছে ৬৪ হাজারের বেশি ভোটে হেরেছেন তিনি। এবার বিস্ফোরক অভিযোগ তুললেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ (Arjun Singh)। 'বাংলার নির্বাচন কমিশন পুরোপুরি তৃণমূলের লোক' বলে অভিযোগ তুললেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। 


এদিন অর্জুন সিংহ বলেন, 'এবার নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ দেখেছি। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে ভোট করাত, গণনা করাতে পারত, আধা-সামরিক বাহিনী যদি সঠিকভাবে ব্যবহার করত, তাহলেই বাংলার চিত্রটা আলাদা থাকত। কিন্তু, জানি না কোন জায়গা থেকে কী হয়েছে...আমাদের নির্বাচন কমিশন কী দেখছে ? নির্বাচন কমিশনের অফিসারদের উপর কোনও নজরদারি নেই। কোটি কোটি টাকার ডিল হয়েছে তৃণমূলের সঙ্গে। নির্বাচন কমিশনের যাঁরা এখানে দায়িত্বপূর্ণ অফিসার ছিলেন, এখানে যে নির্বাচনে কমিশনে আছেন, বাংলার নির্বাচন কমিশন পুরোপুরি তৃণমূলের লোক। কী করছে নির্বাচন কমিশন ? পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের কোনও ভূমিকা ছিল না। আধাসামরিক পালাচ্ছে। ঝাড়গ্রামে আমরা নিজের চোখে দেখেছি, প্রার্থীর আধাসামরিকবাহিনী পালাচ্ছে। তারা লাঠিও চালাতে পারছে না ?' 


এনিয়ে কুণাল ঘোষ বলেন, 'অবাধ ও গণতান্ত্রিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে। সাধারণ মানুষ তাঁরা তো শুনেছিলেন, এই বিজেপি নেতারাই তো বলেছিলেন...এঁরা ভোটের দিন অবধি কথা বললেন না...গণনার দিন অবধি কথা বললেন না। তখন নাকি ৩০টায় জিতবেন। আর কাউন্টিংয়ের বাক্স খোলার পর যখন হেরে গেছে তখন বড় বড় কথা।  তখন গন্ডগোল, রিগিং, নির্বাচন কমিশন খারাপ ...। ভোটের আগে পর্যন্ত ৩০ বলে গেছে কারা ? অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের সব নেতা বলেছেন। ভোটের পর ভি দেখিয়েছে কারা ? জিতছি বলেছে কারা ? কাউন্টিংয়ের আগে পর্যন্ত জিতছি এতগুলো আসন বলেছে কারা ? তখন তো কেউ বলেননি। যখন দেখেছেন মানুষ ভোট তৃণমূলকে দিয়েছে, হেরে গেছেন...তখন নাচতে না জানলে উঠোন বাঁকা তাঁদের আবার কথা।' 


এবার লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ পান ৪ লক্ষ ৫৫ হাজার ৭৯৩টি ভোট। তাঁকে হারিয়ে এই কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক পান ৫ লক্ষ ২০ হাজার ২৩১টি ভোট।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।