কলকাতা : রাজনীতির কোনও শেষ নেই, কোনও শুরুও নেই। চলতেই থাকে। কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের (Jute) দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিলেও, দলবদলের জল্পনা জিইয়ে রাখলেন অর্জুন সিং (Arjun Singh)। ব্যারাকপুরের বিজেপি সাংসদের মন্তব্য, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বিজেপিতে এসেছেন। কিন্তু কাজ করতে পারছেন না। রোজ ২০ থেকে ৫০ জন সংগঠন ছাড়ছেন। 


পাটের দাম নিয়ে গত কয়েকদিন ধরেই মোদি সরকারের সঙ্গে সংঘাতের আবহ বজায় থেকেছে অর্জুন সিংয়ের। বিস্ফোরক অভিযোগ করেন দলের একাংশের বিরুদ্ধেও। এই প্রেক্ষাপটে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সেখানে পাটের দাম নিয়ে নিজের বক্তব্য দলের সর্বভারতীয় সভাপতির কাছে তুলে ধরেন তিনি। পরে অর্জুন জানান, আলোচনার মূল বিষয় ছিল পাটের দাম। পাটের বিষয়টি নিয়ে উনি আশ্বস্ত করেছেন। 


দিনকয়েক আগে বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করে তাঁকে গুরুত্বহীন করে রাখার বিস্ফোরক অভিযোগ করেছিলেন অর্জুন। বিজেপি সাংসদ বলেছিলেন, আপনি আমাকে চেয়ার দিলেন, কলম দিলেন। সেই কলমের কালি নেই, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। যারা তৃণমূল থেকে এসেছে, তাদেরকে আমার দলের কিছু লোক ভাবে কী এরা বহিরাগত আছে। বঙ্গ বিজেপির কিছু লোক, বঙ্গ বিজেপির ভাল চায় না।


এরপর কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিলেও, দলবদলের জল্পনা জিইয়ে রেখেছেন অর্জুন সিং। যদিও এনিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, অর্জুন সিং বিজেপিতেই থাকবেন। "কেন্দ্র যেভাবে একের পর এক পদক্ষেপ করছে, তাতে বিজেপির অনেকেই কেন্দ্রের বিরুদ্ধে যাবেন।" মন্তব্য রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার। 


যদিও কাঁচা পাটের দাম নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অর্জুন সিং ও বেচারাম মান্না। বৃহস্পতিবার জুট কমিশনার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কাঁচা পাটের জোগান এবং বাজারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পর, গত ৩০ সেপ্টেম্বরের নোটিস অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষে কাঁচা পাটের দামের যে সীমা ঘোষণা করা হয়েছিল, চলতি বছরের ২০ মে থেকে তা প্রত্যাহার করা হচ্ছে।