বহরমপুর: রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে হুয়ায়ুন কবীরের তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড হওয়ার ঘটনা। দল থেকে সাসপেন্ড হওয়ার পর আগামীকাল ৬ ডিসেম্বর রেজিনগরে মরাদিঘির মাঠে সভা হুমায়ুন কবীরের। তার আগের দিন হুমায়ুন কবীরকে আক্রমণ করলেন অর্জুন সিংহ। তিনি জানিয়ে দিলেন, ''হুমায়ুন কবীর বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব। কোনও শিলান্যাস হবে না, সব নাটক। ভারতবর্ষকে হিন্দুদের দেশ বানানো হবে। এখানে মসজিদ বানাতে পারে। কিন্তু বাবরি নাম দিয়ে বানালে সংবিধানকে অবজ্ঞা করা হবে।

Continues below advertisement

উল্লেখ্য, রেজিনগরে মরাদিঘির মাঠে যে সভা হুমায়ুন কবীরের, সেই সভাস্থল থেকেই 'বাবরি মসজিদে'র শিলান্য়াস করার কথা তাঁর। সভার আগে চলছে জোর কদমে প্রস্তুতি, চলছে মঞ্চ বাঁধার কাজ। রাস্তার বিভিন্ন অংশে প্রস্তাবিত মসজিদের পোস্টারও সাঁটা হয়েছে। এলাকায় কড়া নিরাপত্তা, রুট মার্চ করছে BSF। বৃহস্পতিবারই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে কখনও মীরজাফরের প্রসঙ্গ টেনে, কখনও পোকামাকড়ের কথা বলে, নাম না করে দলের সদ্য় সাসপেন্ডেড বিধায়ককেই বারবার নিশানা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

উল্লেখ্য, কয়েকমাস গেলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। দিনক্ষণ ঘোষণা না হলেও, ইতিমধ্য়ে ভোটের দামামা বেজে গেছে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। কিনতু, তারা যখন বিরোধীদের মোকাবিলার রণকৌশল সাজাচ্ছে, তখন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবীরের গলায় শোনা গেছে 'তৃণমূলকে হারানোর ফর্মুলা'। এমনকী, সিপিএম-কংগ্রেস-ISF-এর সঙ্গে হাত মেলানোর কথাও শোনা গেছে তাঁর মুখে! হুমায়ুন জানিয়েছিলেন, 'ভরতপুরে আগামী দিনে নতুন একটা প্ল্য়াটফর্ম খুলবো। আমি গত আসনের লড়ব, সময় কথা বলবে। তার সঙ্গে বলছি কংগ্রেসকে জুড়বো। সিপিএমকে জুড়বো। আইএসএফকেও সঙ্গে নেব। কংগ্রেস সিপিএম আইএসএফ এবং হুমায়ুন কবীরের দল যদি এক জায়গায় হয়! হোক লড়াইটা! হোক! মুর্শিদাবাদের মানুষ কাকে সমর্থন করেন প্রমান হোক।'

Continues below advertisement

এর আগেও বারবার দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তার জন্য় তাঁকে সতর্ক করা হয়েছে, শোকজের মুখে পড়েছেন। কিনতু, এবার ফের মুখ খুলে তিনি বুঝিয়ে দিলেন হুমায়ুন আছেন হুমায়ুনেই। তিনি আরও জানিয়েছেন, ''২০১১ তে বামফ্রন্টকে হারানোর সময় এই মুর্শিদাবাদ মালদাতে, তৃণমূলের কটা সিট ছিল? ১৬ সালে তৃণমূল সিট পেয়েছিল মুর্শিদাবাদে চারটে। আমি শুধু এটুকু বলছি, আমাকে বেশি ঘাটানোর পরিনামে আমার ক্ষতি হবে না, যাদের ক্ষতি হবে, তারা ভেবে দেখুন যে হুমায়ুন কবিরকে ঘাটালে কি হতে পারে।?'' তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিস্ফোরক মন্তব্য় ঘিরে তোলপাড় পড়ে গেছে রাজনৈতিক মহলে।