সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : এবার দলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অর্জুন সিংহ। শোভনদেব চট্টোপাধ্যায় থেকে সৌগত রায়, বিভিন্ন সময় বলেছেন, দলের দু-একজন দুর্নীতি করেছে বলে দলকে সকলে চোর বলছে ! তা নয়। এবার তা নিয়ে মুখ খুললেন অর্জুন। 

অর্জুনের উপলব্ধি, ‘মানুষ আমাদের খারাপ নজরে দেখছে। টাকার পাহাড় দেখা যাওয়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে’ । তিনি আরও বলেন, ‘ ২ জন চুরি করেছে, ৯৮ শতাংশের উপর প্রশ্নচিহ্ন লেগে গিয়েছে । তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে ফেরা দোর্দণ্ডপ্রতাপ নেতা বললেন, ‘মানুষ সব কিছুর উপর নজর রাখছে’। দুর্নীতি ইস্যুতে  অর্জুন সিংহের মন্তব্য রাজনৈতিক ভাবে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।  


অর্জুন বলেন, ' টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।দু’জন চুরি করছে, আর ৯৮% তৃণমূলের ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে যে, এরা সব চোর। এই দু’জনকে চিহ্নিত করতে হবে। মানুষ কিন্তু সবটাই নজর রাখছে। এমনই কিছু মানুষের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। অনেকরকম প্রশ্ন ট্রেনে, বাসে শুনতে হচ্ছে।...মানুষ কিন্তু একটু আমাদের ওপরে খারাপ নজরে দেখছে। '


 শোভনদেবের বিশ্লেষণ 
এর আগে দলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। না হলে দল স্বীকার করবে না কাউকে।' তিনি আরও বলেন, ' যে চোর সে চোর, প্রমাণ হলে দল তাকে সহ্য করবে না, সে যেই হোক। কিন্তু তার মানে এই নয় যে, সবাই খারাপ, তা হতে পারে না।' 


'এই যে টাকার পাহাড় দেখা গেছে, লোকের কাছে আমরা কী জবাব দেব? এই বিড়ম্বনা তো আছে! লজ্জা তো আছে!' বলেন সৌগর রায়ও। দলের অন্দরে দুর্নীতি নিয়ে  সরব হয়ে সৌগত রায় বৃহস্পতিবার, উত্তর ২৪ পরগনার খড়দার বিলকান্দায়, একটি সভায় দলের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য বলেন, ' আমরা ভাল কাজ বেশি করি। মন্দ কাজ যাঁরা করছে তাঁদের শাস্তি হবে।' 


এবার দলের ভাবমূর্তি নিয়ে কথা বললেন অর্জুন সিংহও।