প্রকাশ সিনহা, কলকাতা : যত সময় এগোচ্ছে, ততই এসএসসি দুর্নীতি তদন্তে আসছে নতুন নতুন মোড়। একের পর এক বিস্ফোরক দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। SSC দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পাশাপাশি, মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) আটক করেছে ইডি। অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও উদ্ধার।
বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা
একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে ইডি ( ED )সূত্রে। জিজ্ঞাসাবাদে নাকি বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা। সূত্রের দাবি, অর্পিতার বাড়িতে টাকার পাহাড়ের মাঝেই পাওয়া গিয়েছে উচ্চ শিক্ষা দফতরের খাম! এছাড়াও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে বেশ কিছু জমির দলিল উদ্ধার হয়েছে। এছাড়াও কলকাতা-শহরতলিতে অর্পিতার ৮টি ফ্ল্যাটের হদিশ।
' চক্রের মাধ্যমে টাকা যেত ওপরতলায় '
অর্পিতার দাবি, চক্রের মাধ্যমে টাকা যেত ওপরতলায়। জিজ্ঞাসাবাদে অর্পিতা ( Arpita Mukherjee) নাকি জানিয়েছেন , ‘দালালের হাত হয়ে ধাপে ধাপে টাকা যেত আমলা-নেতা-মন্ত্রীদের কাছে। এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা। দালালদের কাছ থেকে সরকারি কর্মচারি, আমলা হয়ে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে। ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদে এমনই জানিয়েছেন অর্পিতা', দাবি ইডি সূত্রে।
অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি
অর্পিতার বিরুদ্ধেও তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি। সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে শুধুমাত্র চিনতেন বলে দাবি করেছেন অর্পিতা। তদন্তকারীদের নজরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স। ইডি সূত্রে খবর, অর্পিতা দাবি করেছেন তিনি অভিনয় করেন। প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয় নোট গোনার ৪টি যন্ত্র।