প্রকাশ সিংহ ও ওমপ্রকাশ তিওয়ারি, কলকাতা : নিয়োগে আর্থিক দুর্নীতি ও বিপুল টাকা উদ্ধারের ঘটনায় এবার খোঁজখবর শুরু করল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) থেকে ৫ বছরের আয়কর দাখিলের তথ্য চেয়েছে আয়কর বিভাগ (Income Tax Department)। এদিকে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে টানা জেরা করে চলেছে ইডি। 


থরে থরে সাজানো টাকা। কেজি কেজি সোনা, প্রচুর সম্পত্তির নথি, কোম্পানি সংক্রান্ত নথি...গত কয়েকদিন ধরে এই দৃশ্য দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে গিয়েছে বঙ্গবাসীর। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা নগদ। প্রশ্ন উঠছে, কোথা থেকে এল এই টাকার পাহাড় ? এই টাকার মালিক কে বা কারা ? 


কী বলছে ইডি ?


ইডি সূত্রে দাবি, সেসব প্রশ্নেরই উত্তর পেতে পার্থ ও অর্পিতাকে টানা জেরা করছেন তদন্তকারীরা। আর এই আবহেই তদন্তে ঢুকতে পারে আরও দুই কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে CBI। গ্রেফতার করেছে ED। আর বিপুল অর্থ-গয়না ও সম্পত্তি উদ্ধারের তদন্তে নামতে পারে আরও দুই কেন্দ্রীয় এজেন্সি Directorate of Revenue Intelligence বা DRI এবং ইনকাম ট্যাক্স বা আয়কর বিভাগ। 


ইডি সূত্রে দাবি, এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদা আলাদা করে জেরা করছেন তদন্তকারীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি এবং অর্পিতার মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে নগদ, গয়না ছাড়াও, ৩৭টি ফাইল, হার্ড ডিস্ক, ৩টে ডায়েরি, প্রচুর সম্পত্তির নথি, একাধিক কোম্পানি সংক্রান্ত নথি মিলেছে। এই প্রেক্ষাপটে ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথি একটা একটা করে দেখিয়ে, তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। একইভাবে, উদ্ধার হওয়া জিনিস দেখিয়ে আলাদা ঘরে বসিয়ে টানা প্রশ্ন করা হচ্ছে অর্পিতাকেও। 


ইডির দাবি, দু’জনের জিজ্ঞাসাবাদ এবং বয়ান রেকর্ড হয়ে গেলে তা মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। কোনও প্রশ্নের উত্তরে পার্থ ও অর্পিতার বক্তব্যের মধ্যে অমিল পাওয়া গেলে, সেই প্রশ্নগুলি চিহ্নিত করে রাখা হচ্ছে। পরে এ নিয়ে দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 


বিপুল টাকার পাশাপাশি অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বুধবার, প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির একাধিক দলিল উদ্ধার হয়েছে। যার পরিমাণ প্রায় ৬ কেজি! যার বাজার মূল্য ৪ কোটিরও বেশি।
 
সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্যে খোঁজ খবর শুরু করেছে কেন্দ্রীয় সরকারের আরেক তদন্তকারী সংস্থা Directorate of Revenue Intelligence বা DRI। অন্যদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের এত সম্পত্তি মেলায় তথ্য সংগ্রহ শুরু করেছে আয়কর বিভাগও। সূত্রের খবর, অর্পিতার গত ৫ বছরের আয়কর দাখিলের প্রমাণপত্র চাওয়া হয়েছে। পাশাপাশি আয়কর বিভাগ সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়অর্পিতা মুখোপাধ্যায়ের প্যান কার্ডের নম্বর ব্যবহার করে কত সম্পত্তি কেনা হয়েছে, তারও তালিকা তৈরি করা হচ্ছে।