বার্মিংহাম: ইতিহাস তৈরির হরাতছানি ছিল ভারতের সামনে। কমনওয়েলথ গেমসে মহিলাদেরে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর প্রথম ম্যাচেই জিতে মাঠ ছাড়ার সুযোগ ছিল হরমনপ্রীত কৌরদের সামনে। কিন্তু স্বপ্নপূরণ হল না। অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও শেষ পর্যন্ত হেরে গেলেন ভারতের মহিলারা। এক ওভার বাকি থাকতে সাত উইকেট হারিয়ে ভারতের রান পেরিয়ে গেল অস্ট্রেলিয়া।
ব্যাটে ঝড় হরমনপ্রীতের
অধিনায়ক হিসাবে ইতিহাস গড়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। প্রথমবার কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হয়েছে মহিলাদের ক্রিকেট। আর বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ম্যাচে ভারতের হয়ে টস করতে গিয়েছিলেন হরমনপ্রীত কৌর।
পরে ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দেন হরমনপ্রীত। অস্ট্রেলিয়ার বোলারদের রীাতিমতো শাসন করেন। যখন তিনি বোল্ড হয়ে ফিরলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ৩৪ বলে ৫২ রান। স্ট্রাইক রেট ১৫২.৯৪। গোটা ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৫৪/৮। ম্যাচ জেতার জন্য অজি শিবিরের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন হরমনপ্রীত কৌররা।
বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা ঝোড়ো গতিতে শুরু করেন। ১৭ বলে ২৪ রান করেন স্মৃতি। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। শেফালি ছিলেন আরও বিধ্বংসী মেজাজে। ৩৩ বলে ৯টি বাউন্ডারি মেরে ৪৮ রান করেন তিনি। তবে রান পাননি ইয়াস্তিকা ভাটিয়া। ১২ বলে ৮ রান করে আউট হয়ে যান উইকেটকিপার-ব্যাটার।
ব্যাট করতে নেমে শুরু থেকে পরপর উইকেট হারাচ্ছিল অস্ট্রেলিয়া। তারকা ব্যাটার অ্যালিসা হিলি কোনও রান না করে ফেরেন। রেণুকা সিংহ তখন বল হাতে আগুন ঝরাচ্ছেন। তাঁর দাপটে একটা সময় ৪৯/৫ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। রেণুকা মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন।
কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেন অ্যাশলে গার্ডনার (৩৫ বলে ৫২ নঃ আঃ) ও গ্রেস হ্যারিস (২০ বলে ৩৭)। এক ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: পাকিস্তানের প্রতিপক্ষকে উড়িয়ে বক্সিংয়ের শেষ ষোলোয় পৌঁছে গেলেন শিবা থাপা