কলকাতা: জোকা (Joka) ইএসআই (ESI) হাসপাতালে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মেডিক্যাল পরীক্ষা (Medical Exam) শেষ। মেডিক্যালের পর অর্পিতাকে নিয়ে যাওয়া হচ্ছে ইডি (ED)-র বিশেষ আদালতে। গতকালের দুর্ঘটনার (Accident) পর অর্পিতার কনভয়ে (Convoy) বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। 


আজ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের পেশ করা হবে ইডি-র বিশেষ আদালতে। তার আগে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে সকাল সাড়ে ১১টা নাগাদ অর্পিতাকে নিয়ে জোকার ESI হাসপাতালের উদ্দেশে রওনা দেন ইডি-র আধিকারিকরা। 


কীভাবে সুরক্ষা দেওয়া হয়? 


গতকালের দুর্ঘটনার কথা মাথায় রেখে এদিন অর্পিতার নিরাপত্তা বাড়ানো হয়। ৭টি গাড়ির কনভয়ে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কনভয়ের চতুর্থ গাড়িতে ছিলেন অর্পিতা। ডানদিক দিয়ে অর্পিতার গাড়িকে কভার করছে কেন্দ্রীয় বাহিনীর আরেকটি গাড়ি। ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি। আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। তাই আজ ফের অর্পিতাকে হেফাজতে নিতে চায় ইডি। খবর সূত্রের। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী।


আরও পড়ুন, 'আমি একজন শিক্ষিত বেকার, প্রতারণা করেছেন মন্ত্রী', পার্থকে দেখেই বিক্ষোভ ভুবনেশ্বর AIIMS-এ                                 


অন্যদিকে, ভুবনেশ্বর এইমসের প্রাইভেট ওয়ার্ড ওয়ানের ১০ নম্বর বেডে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতালে পৌঁছনোর পর প্রথমে তাঁকে জরুরি বিভাগে আনা হয়। তাঁর কার্ডিওলজি-সংক্রান্ত  নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৪ জনের মেডিক্যাল টিম তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছে। হাসপাতাল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন, উচ্চতা, রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পর, তিনি কোনও অসুখে ভুগছেন কিনা জানতে চান চিকিত্সকরা। পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত শারীরিক সমস্যার কথা বলেছেন, তার জন্য তিনি কোনও ওষুধ খান, কী ওষুধ খান, তা জানতে চাওয়া হয়। রক্তের নমুনা সংগ্রহের পর কয়েকটি টেস্ট করানো হবে, তার ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্সা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে এইমসের মেডিক্যাল বোর্ড।