ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায়, ভুবনেশ্বর : ভুবনেশ্বর এইমসে স্পেশাল কেবিনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। প্রথমে জরুরি বিভাগে আনা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন, উচ্চতা, রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পর, তিনি কোনও অসুখে ভুগছেন কি না জানতে চান চিকিৎসকরা। পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত শারীরিক সমস্যার কথা বলেছেন, তার জন্য তিনি কোনও ওষুধ খান, কী ওষুধ খান, তা জানতে চাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেবে পার্থ চট্টোপাধ্যায়ের কী ধরনের টেস্ট করানো প্রয়োজন।
ভুবনেশ্বরে পৌঁছে বুকে হাত দিয়ে ইঙ্গিতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বোঝান তাঁর শরীর ভাল নেই। সকাল ৯টা ৫২ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছয় ভুবনেশ্বর বিমানবন্দরে। প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স ও কনভয়। বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমসে যেতে সময় লাগে মিনিট ৪৫। অ্যাম্বুল্যান্সে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এইমসে। প্রথমে জরুরি বিভাগে চিকিৎসা। কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ৪ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।
এসএসকেএমের রিপোর্ট রিপোর্ট খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার মন্ত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পরই তাঁরা তাঁদের মতামত জানাবেন বলেই জানান এইমসের চিকিৎসকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশেই ভুবনেশ্বর এইমসে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের। আজ বিকেল ৪টেয় মামলার শুনানির সময়ে ভার্চুয়াল মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা ব্যবস্থা করবে ইডি। তার আগে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সমস্ত রিপোর্ট ভার্চুয়ালি জানিয়ে দেবেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা।
এদিকে, ভুবনেশ্বর এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পর এসএসকেএমে ভর্তি এবং চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমসে আনা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন বাংলা থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা।