অর্ণব মুখোপাধ্যায়, সঞ্চয়ন মিত্র ও দীপক ঘোষ: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) উদ্যোগে এবার গঙ্গার ঘাটে পালন করা হবে 'দেব দীপাবলি'। এই উপলক্ষে আলো ও প্রদীপে সেজে উঠছে গঙ্গার ঘাট। এই উদযাপন ঘিরে ভোট রাজনীতির অঙ্ক দেখছে বিজেপি। যদিও তৃণমূল বলছে, উৎসব সবার। সেই নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। (Dev Diwali 2023)


কলকাতা পুরসভার সৌজন্যে ধুমধাম করে পালন করা হবে 'দেব দীপাবলি'


দ-এ দীপাবলি, দ-এ 'দেব দীপাবলি', আর দ- এ 'দূরদৃষ্টি'। দীপাবলি আর দূরদৃষ্টি, দুইয়ের মাঝে এই 'দেব দীপাবলি' শব্দটির সঙ্গে খুব একটা পরিচিতি নেই বাংলা ও বাঙালির। কিন্তু, এবার কলকাতা পুরসভার সৌজন্যে ধুমধাম করে পালন করা হবে 'দেব দীপাবলি'। ২৬ ও ২৭শে নভেম্বর নিমতলা ঘাটে হবে উদযাপন। জ্বালানো হবে মাটির প্রদীপ, বানানো হবে রঙ্গোলি। গঙ্গাবক্ষে হবে আতসবাজির প্রদর্শনী। বৃন্দাবন থেকে আনা হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতশিল্পীকে। (Kolkata News)


আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। তার আগে খোদ কলকাতা পুরসভার তরফে, এই বিপুল আঙ্গিকে হঠাৎ কেন 'দেব দীপাবলির' উদযাপন?
তাহলে কি হিন্দিভাষী ভোটারদের মন জয় করার চেষ্টা? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বক্তব্য, "আসলে মোদিজি রামমন্দির করছেন। তৃণমূল ভোটের জন্য এসব করছে।"


আরও পড়ুন: Lok Sabha Elections 2024: গীতাপাঠ, রামমন্দির থেকে দেব দীপাবলি, লোকসভা নির্বাচনে ধর্মীয় অস্ত্রে শান TMC ও BJP-র!


কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম যদিও বলেন, "পর্যটকদের কথা ভেবেই এবার দেব দীপাবলি পালন করব আমরা।" কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়কে বলতে শোনা যায়, "এটা কোনও হিন্দিভাষী ভোটকেন্দ্রিক উদ্যোগ নয়। দিদিমণি তো বলেইছেন যে, উৎসব সকলের।"


পর্যটকদের কথা মাথায় রেখেই 'দেব দীপাবলি' পালন, দাবি ফিরহাদ হাকিমের


কিন্তু এই 'দেব দীপাবলি' উদযাপনের খরচ কোথা থেকে আসছে, প্রশ্ন তুলেছে বিজেপি। উত্তরে কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহ বলেন, "হিন্দুদের জন্য কার্তিক মাস পুণ্যের মাস। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। কার্তিম মাসে আমারও তো প্রদীপ জ্বালাই! খরচ নির্দিষ্ট ট্রাস্টের পক্ষ থেকে করা হচ্ছে।" যদিও সজল বলেন, "ট্রাস্টের কথা আসলে আইওয়াশ। রাস্তা নেই, আলো নেই, দেব দীপাবলিতে খরচ করছে।" এই নিয়েই রাজনৈতিক তরজা চরমে উঠেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y