আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায় ও সুমন ঘড়াই, কলকাতা : ঘূর্ণিঝড় ‘অশনি’র ( Cyclone Asani) প্রভাবে আজ ও কাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় জল জমা থেকে শুরু করে বিদ্যুত্‍ বিপর্যয়, সবকিছুর মোকাবিলায় তৈরি প্রশাসন। লালবাজারে ইউনিফায়েড কমান্ড সেন্টার থেকে নজরদারি। কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুরসভাও। আয়লা, আমফান থেকে ইয়াস, বাংলার বুকে ক্ষত তৈরি করা অতীতের ঘূর্ণিঝড়গুলি থেকে শিক্ষা নিয়ে সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন থেকে কলকাতা পুরসভা। 


লালবাজারে ইউনিফায়েড কমান্ড সেন্টার, কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম থেকে দমকলের কন্ট্রোল রুম- রাখা হয়েছে সব ব্যবস্থা। শহরে জল জমা রুখতে পাম্পিং স্টেশনগুলিতে নজরদারি চালাচ্ছে কলকাতা পুরসভা। ঘূর্ণিঝড় ‘অশনি’-র কথা মাথায় রেখে এদিন সকাল থেকে গঙ্গায় নজরদারি চালায় কলকাতা পুলিশের রিভার ট্রাফিক। 


২০২০ সালে আমফানের জেরে ব্যাপক প্রভাব পড়েছিল কলকাতায়। উপড়ে পড়েছিল অসংখ্য গাছ, বিদ্যুত্‍ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিভিন্ন এলাকা।  পানীয় জলের অভাবে ভুগতে হয়েছিল শহরবাসীকে।
এই পরিস্থিতিতে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দফতর, পূর্ত দফতর, কলকাতা পুরসভা-সহ বিভিন্ন দফতরকে নিয়ে লালবাজারে তৈরি হয়েছে ইউনিফায়েড কমান্ড সেন্টার।  কোনও সমস্যায় পড়লে কলকাতার বাসিন্দারা ফোন করতে পারেন এই কন্ট্রোল রুমে। ফোন নম্বরগুলি হল- 2214-1890, 2250-5000

আরও পড়ুন :


অশনি নিয়ে কড়াকড়ির মধ্যেই সৈকতে পর্যটকদের ভিড় দিঘায়, শুনশান বকখালি




কলকাতায় নামানো হয়েছে ২ কোম্পানি NDRF। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের ১৫টি টিম মোতায়েন করা হয়েছে। 


এদিন ডিজি-সহ দমকলের পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন দমকলমন্ত্রী সুজিত বসু। শুক্রবার পর্যন্ত সব দমকলকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। উপকূলবর্তী এলাকা-সহ সব ফায়ার স্টেশনগুলিকে অ্যালার্ট থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার থেকে ৫ নভেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে বিদ্যুত্‍ দফতর। সেখানে বিদ্যুতের তার ছেঁড়া, ট্রান্সফরমারে সমস্যা-সহ বিভিন্ন অভিযোগ জানানো যাবে। ফোন নম্বর হল- 8900793503 এবং 8900793504।