কলকাতা: ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর সিংহ (Ranveer Singh) ও রোহিত শেট্টি (Rohit Shetty)। আসছে 'সার্কাস' (Cirkus)। ছবির নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম লুক পোস্টার (first look poster)। ইতিমধ্যেই মুক্তি পাওয়া এক একটি গান সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। আর আজ মুক্তি পেল 'বেলাশুরু'-র নতুন গান 'কী মায়ায়'। অনুপম রায়ের সুর ও কথায় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে 'কী মায়ায়' গানের সুরে মিশে রয়েছে কোমলতা আর মায়া। বঙ্গে দুই কপূর-কন্যা (Kapoor Sisters)। ছবির শ্যুটিংয়ের জন্য বাংলায় এসে পৌঁছলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। অন্যদিকে বুধবার থেকে কলকাতায় শ্যুটিং শুরু করবেন করিশ্মা কপূর (Karisma Kapoor)। সারা দিনে আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।


পশ্চিমবঙ্গে করিনা-করিশ্মা


বঙ্গে দুই কপূর-কন্যা (Kapoor Sisters)। ছবির শ্যুটিংয়ের জন্য বাংলায় এসে পৌঁছলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। অন্যদিকে বুধবার থেকে কলকাতায় শ্যুটিং শুরু করবেন করিশ্মা কপূর (Karisma Kapoor)। পরিচালক সুজয় ঘোষের (Sujoy Ghosh) ছবির শ্যুটিংয়ের জন্য মঙ্গলবার অর্থাৎ আজ মুম্বই থেকে উত্তরবঙ্গে (North Bengal) এসে পৌঁছলেন করিনা কপূর। বাগডোগরা বিমানবন্দরে নামলেন তিনি। দার্জিলিংয়ে চলবে করিনার আগামী ছবির শ্যুটিং। নেটফ্লিক্সের (Netflix) প্রজেক্ট ‘ব্রাউন’-এর জন্য বুধবার থেকে কলকাতায় শ্যুটিং শুরু করবেন করিশ্মা কপূর। এই কাজে তাঁর সঙ্গে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত, অভিনয় দেও এবং আরিয়ান ভৌমিক। সূত্রের খবর, ৫০ দিন ধরে চলবে এই প্রজেক্টটির শ্যুটিং। 


মহেশ বাবুর মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া


তেলুগু ইন্ডাস্ট্রির (Telugu film industry) জনপ্রিয় তারকা অভিনেতা মহেশ বাবু (Mahesh Babu)। তাঁর অনুরাগীদের (fans and followers) সংখ্যাও বিপুল। সম্প্রতি তাঁর আগামী ছবি 'মেজর'-এর (Major) প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সেখানে তাঁর একটি মন্তব্য আপাতত বিতর্ক তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কী প্রশ্ন করা হয় তাঁকে? কী উত্তর দিয়েছেন তিনি? 'মেজর' ছবির প্রযোজক (producer) মহেশ বাবু। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর অভিনীত বা প্রযোজিত ছবি হিন্দিতে ডাব (hindi dub) করার বদলে তিনি নিজে হিন্দি ছবিতে কেন অভিনয় করছেন না। প্রশ্নের উত্তরে মহেশ বাবু বলেন, 'আমি সবসময়েই তেলুগু ছবিতে অভিনয় করতে চেয়েছি এবং চেয়েছি গোটা ভারতের মানুষ তাই দেখবেন। এখন যখন সেটা হচ্ছে আমি খুব খুশি। আমার সবসময়ে এই মত যে আমার শক্তি হচ্ছে তেলুগু ছবি এবং আমি যে অনুভূতিটা বুঝি সেটা তেলুগু ছবির।' তিনি একইসঙ্গে আরও বলেন, 'আমার কথায় ঔদ্ধত্য মনে হতে পারে, আমি হিন্দি ছবির প্রচুর অফার পাই। কিন্তু আমার মনে হয় আমাকে নিয়ে ছবি বানানোর সামর্থ্য নেই বলিউডের। আমি আমার সময় নষ্ট করতে চাই না। তেলুগু সিনেমায় যে স্টারডম ও ভালবাসা আমি পাই, আমি কখনও অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিইনি। আমি সবসময়ে ভেবেছি যে আমি এখানে ছবি করব এবং তা বড় হবে এং আমার বিশ্বাস এখন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। এর থেকে বেশি আনন্দের কিছুই নেই।'


মনোজ বাজপেয়ী, শর্মিলা ঠাকুর অভিনীত 'গুলমোহর' মুক্তি পাচ্ছে অগাস্টে


 মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ও আমোল পালেকর (Amol Palekar) অভিনীত 'গুলমোহর' (Gulmohar) ছবির শ্যুটিং শেষ হল। চলতি বছরের অগাস্ট মাসে মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে দেখা যাবে 'লাইফ অফ পাই' খ্যাত সূরজ শর্মা ও সিমরন ঋষি বাগ্গাকে। শেষ হয়েছে শ্যুটিং। এবার ছবি মুক্তির অপেক্ষা। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে 'বাত্রা পরিবার'-এর ঝলক দেখালেন মনোজ বাজপেয়ী। সকলকে বেশ রাজকীয় সাজে দেখা গেল ছবিতে। ক্যামেরার সামনে পোজ দিয়েছেন 'পারফেক্ট ফ্যামিলি পিকচার'-এর জন্য। ছবিটি পোস্ট করে তার ক্যাপশনে অভিনেতা লেখেন, 'বাত্রা পরিবারের সঙ্গে আলাপ করুন! ঘোষণা আসছে শীঘ্রই!'


আরও পড়ুন: Saswata Chatterjee Exclusive: ইন্ডাস্ট্রিতে এসে প্রথম ১০ বছর নিজের নামটাই শুনতে পাইনি


ফের একসঙ্গে রণবীর-রোহিত জুটি


ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর সিংহ (Ranveer Singh) ও রোহিত শেট্টি (Rohit Shetty)। আসছে 'সার্কাস' (Cirkus)। ছবির নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম লুক পোস্টার (first look poster)।আপাতত মুক্তির অপেক্ষায় রণবীর সিংহেরর 'জয়েশভাই জোরদার'। সেই ছবিরই প্রচার করছেন অভিনেতা। কন্যাভ্রুণ হত্যার মতো বিষয় তুলে ধরা হবে এই ছবিতে। এই ছবির অপেক্ষার মাঝেই নতুন ছবির পোস্টারে উচ্ছ্বসিত অনুরাগীরা। 'সার্কাস' ছবিতে ফের রোহিত শেট্টির সঙ্গে হাত মেলাতে চলেছেন অভিনেতা। এর আগে তাঁরা একসঙ্গে 'সিম্বা' (Simmba) ছবিতে কাজ করেছিলেন যা বক্স অফিস কাঁপিয়েছিল।


'বেলাশুরু'-র নতুন গান


ইতিমধ্যেই মুক্তি পাওয়া এক একটি গান সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। আর আজ মুক্তি পেল 'বেলাশুরু'-র নতুন গান 'কী মায়ায়'। অনুপম রায়ের সুর ও কথায় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে 'কী মায়ায়' গানের সুরে মিশে রয়েছে কোমলতা আর মায়া। এই গানের চিত্রায়ণে দেখানো হয়েছে গোটা পরিবারের মধ্যে মধুর সম্পর্কের গল্প। আর গোটা গানটাতেই ঘিরে রয়েছে পুজোর আমেজ। আরতি থেকে আলপনা, সবই রয়েছে গানের চিত্রায়ণে। 'কী মায়ায়' গানটা জৌনপুরী রাগের ওপর। ছবির পরিচালক শিবপ্রসাদ বলছেন, 'অনুপম রায় সাধারণত এমন রাগাশ্রয়ী গান তৈরি করেন না। অনেকদিন পরে জৌনপুরী রাগের ওপর একটা কাজ হল। এই গান শ্রেয়া ঘোষালের সঙ্গে উইন্ডোজের চতুর্থ গান। প্রথম গান প্রাক্তনের 'কলকাতা কলকাতা', দ্বিতীয় 'গোত্র'-র 'নীল দিগন্তে' ও 'বৈষ্ণব যে জন'। চতুর্থ গান এই 'কী মায়ায়'। আগের সবকটা গানই দর্শকদের মন কেড়েছে। আশা করি 'কী মায়ায়'-এর সময়েও তার অন্যথা হবে না।'