কৌশিক গাঁতাইত ও রুমা পাল, পশ্চিম বর্ধমান: উপনির্বাচনের আগে আসানসোলে (Asansol Lok Sabha By Election) ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। প্রচারে নেমে একে অপরকে আক্রমণ করেছে সবদলই। এদিকে নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, আসানসোলের ৫১ শতাংশ বুথে ওয়েবকাস্টিং করা হবে। বাকি বুথ গুলিতে থাকবে সিসি ক্যামেরা।


বাবুলের ছেড়ে যাওয়া আসানসোল ধরে রাখতে মরিয়া বিজেপি


বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা আসনটি কি ধরে রাখতে পারবে বিজেপি (BJP)? না, পুরভোটে বিপুল ভোটে জয়ী হওয়া তৃণমূল (TMC)আসনটি ছিনিয়ে নেবে? চমক দেখাতে পারবে বাম অথবা কংগ্রেস? এসব প্রশ্নের উত্তর দিতে ১২ এপ্রিল, উপনির্বাচনের দিন ভোটের লাইনে দাঁড়াবেন আসানসোলবাসী। সেই দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে সব পক্ষই।


ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হওয়ায় আসানসোলের বাসিন্দাদের একটা বড় অংশই শ্রমজীবী। বুধবার শহরের রবীন্দ্র ভবনে একটি কর্মিসভার আয়োজন করে তৃণমূলের শ্রমিক সংগঠন। সেখানেই প্রচার সারেন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। মঞ্চে ভাষণ দিতে গিয়ে বলেন, “আমাদের সবার জিত হবে। মমতার জিত হবে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জিত হবে।”


আরও পড়ুন: Anish Khan Death: আদালতে গোপন জবানবন্দি আনিসের বাবার, সিবিআই তদন্তের দাবিতেই অনড়


শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) হয়ে শুরু থেকেই প্রচারে নেমেছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। কিন্তু গরুপাচার মামলায় এই মুহূর্তে তাঁর সঙ্গে টানাপোড়েন চলছে গোয়েন্দাদের। অসুস্থ অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন অনুব্রত। বারাবণীতে রোড শো-র পর সেই অনুব্রতকেই নিশানা করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।


উল্লেখ্য, আসানসোলে এবার চতুর্মুখী লড়াই। তৃণমূল-বিজেপির পাশাপাশি ভোটের ময়দানে রয়েছে বাম-কংগ্রেসও। এদিন কুলটি বিধানসভা এলাকায় পায়ে হেঁটে প্রচার সারেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি (Prosenjit Puitondi)। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। কোথাও দোকানে ঢুকে যান, কোথাও আবার জড়িয়ে ধরেন । তিনি বলেন, “এলাকার মানুষ এমন একজনকে পাঠাতে চাইছেন, যিনি আসানসোলের সমস্যার কথা বলবেন। বেকারদের কথা বলবেন, জল সমস্যার কথা বলবেন।”


লড়াইয়ে সিপিএম এবং কংগ্রেসও


অন্যদিকে রানিগঞ্জের কুমারবাজারে মিছিল করে সিপিএম। রাস্তায় দাঁড়িয়ে ভাষণ দেন দলের প্রার্থী পার্থ মুখোপাধ্যায় (Partha Mukherjee)। তিনি বলেন, “বংশগোপাল চৌধুরীর আমলে যে শিল্পতালুক গড়ে উঠেছিল, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কয়লা খনির শ্রমিকরা কী করবে।”


নির্বাচন কমিশন জানিয়েছে, আসানসোলে ৫১ শতাংশ বুথে ওয়েবকাস্টিং হবে। বাকি বুথ গুলিতে থাকবে সিসি ক্যামেরা। এখানে মোট বুথের সংখ্যা ২ হাজার ১০২টি। এর মধ্যে উত্তেজনাপ্রবণ বুথ ৬৮০টি। মাইক্রো অবজারভার থাকবেন ৪৪২ জন। আসানসোল লোকসভার উপনির্বাচনের ফল জানা যাবে ১৬ এপ্রিল।