কৌশিক গাঁতাইত ও রুমা পাল, আসানসোল (পশ্চিম বর্ধমান) : একদিকে কয়লাখনি। অন্যদিকে, ছোট-বড় বিভিন্ন কলকারখানা। শিল্পাঞ্চল বলে পরিচিত আসানসোলে মঙ্গলবার লোকসভা উপনির্বাচন (By Election in Asansol Lok Sabha)। DCRC থেকে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


ঝলকে আসানসোল লোকসভা উপনির্বাচনের লড়াই


গতবছর এই কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন। তাঁর ছেড়ে যাওয়া আসনেই এবার উপনির্বাচন হচ্ছে। এবার মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও মূল লড়াই হবে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা (Shatrugnha Sinha), বিজেপির অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), সিপিএমের (CPM) পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের (Congress) প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে।


আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা


নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, ২ হাজার ১০২টি বুথই স্পর্শকাতর (Sensative Booth)। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মোট ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৭৫ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের কাজে রয়েছেন ১০ হাজার ৩২৭ জন কর্মী। ৫ জন পর্যবেক্ষকের পাশাপাশি, রয়েছেন ৪৪২ জন মাইক্রো অবজার্ভার।


পাল্লা ভারী কার দিকে


রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৪ ও ২০১৯ দু’-দু’টি লোকসভা নির্বাচন হয়ে গেছে। কিন্তু কোনওবারই আসানসোল জিততে পারেনি তৃণমূল। তবে গত বিধানসভা ভোটের নিরিখে এবার অনেকটাই পাল্লা ভারী শাসক দলের। কারণ আসানসোল উত্তর, বারাবনি, জামুড়িয়া, রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। অন্যদিকে, বিজেপির সাকুল্যে ছিল আসানসোল দক্ষিণ ও কুলটি আসন। এবার কী হবে? আসানসোলে ভাগ্য খুলবে তৃণমূলের? নাকি বাজিমাত করবে সেই বিজেপি? 


উত্তর মিলবে শনিবার। ফলপ্রকাশের দিন।


আরও পড়ুন- রাত পোহালেই বালিগঞ্জে উপনির্বাচন, মোতায়েন ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী