কলকাতা: আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। স্বাস্থ্য দফতরের সদর দফতরে জমায়েত বানচাল করতে দিকে দিকে পুলিশি তৎপরতা। যাত্রার শুরুতেই আশা কর্মীদের রুখে দিচ্ছে পুলিশ। চলছে ধরপাকড়। এরই মধ্যে পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে আশা কর্মীদের ধ্বস্তাধ্বস্তি। 

Continues below advertisement

এক আশা কর্মীর কথায়, 'আমাদের সঙ্গে বসবে বলে, কেন এরকম করবে দিদি? আমাদের কেন টাকা দেবে না মাসের পর মাস? কীভাবে সংসার চলবে আমাদের?' 

আশা কর্মীদের দাবিদাওয়া কী কী? 

Continues below advertisement

ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন সহ ১০ দফা দাবিতে একমাস ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। তাঁদের উল্লেখযোগ্য দাবিদাওয়ার মধ্যে রয়েছে- ১৫ হাজার টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য। বকেয়া ইনসেনটিভ মেটানো। মাতৃত্বকালীন ছুটি।                             

১০ দফা দাবিতে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি। বুধবার দিনভর উত্তপ্ত রইল জেলার নানা প্রান্ত থেকে। আশা কর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত ব্যারিকেড-সিটি হয়ে উঠল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে সল্টলেক সেক্টর ফাইভ।                           

জেলায় জেলায় বিক্ষোভ 

উত্তর চব্বিশ পরগনার শাসন থানার সামনে তুমুল উত্তেজনা, লাঠিচার্জ। এক আইএসএফ কর্মীকে আটক, ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ । মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, অভিযোগ পরিবারের । লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।                         

সেক্টর ফাইভে টেকনো মোড়ে অবস্থান আশা কর্মীদের, সেখানে ধরপাকড়। টেনেহিঁচড়ে আন্দোলনরত আশা কর্মীদের এলাকা থেকে তোলা হল। হাওড়া স্টেশনে জেলা থেকে এসে পৌঁছনো আশা কর্মীদের বাধা পুলিশের হাওড়া স্টেশনেও আটকানো হচ্ছে আশা কর্মীদের। স্টেশনেই কান্না আন্দোলনকারীদের।                             

স্বাস্থ্যভবনে আসার পথে সেক্টর ৫ থেকে একের পর এক আশা কর্মী আটক। অভিযানের আগেই ধরপাকড় পুলিশের। নির্দিষ্ট পোশাকে আশা কর্মীদের দেখলেই আটক করছে পুলিশ।