সন্দীপ সরকার, কলকাতা: ভাতা বাড়ানো ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের (Swastha Bhawan Agitation) বিক্ষোভ। ভাতা বৈষম্য না মেটালে পঞ্চায়েত ভোটে ডিউটি বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। আবাস যোজনার সমীক্ষায় গিয়ে বারবার শাসকদলের নেতা, কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

আশাকর্মীদের বিক্ষোভ: ওঁরা আবাস যোজনার প্রথম ধাপের সমীক্ষক। কিন্তু অভিযোগ, সমীক্ষায় গিয়ে তাঁদেরই বারবার তৃণমূল নেতা, কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। শুধু তাই নয়, আবাস যোজনার কাজ করলেও টাকা মেলেনি।এমনই নানা অভিযোগে, সোমবার সকালে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা।অতীতেও একাধিকবার এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কখনও উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে আশাকর্মীর অস্বাভাবিক মৃত্যু, কখনও হুগলির বলাগড়ে আশাকর্মীর বাড়িতে অগ্নিকাণ্ড, বারবার আবাস যোজনার তালিকা যাচাইয়ে গিয়ে চাপসৃষ্টি ও হুঁশিয়ারির অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে এদিন আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে এল তাতে। সমীক্ষার কাজ করা আশাকর্মীদের একাংশের মুখেই। এই পরিস্থিতিতে এদিন সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি, ভাতা বৃদ্ধি-সহ কয়েক দফা দাবিতে পথে নামেন আশা কর্মীরা। তাঁদের দাবি, আশাকর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিতে হবে। স্বাস্থ্যকর্মীদের মতো ২৬ হাজার টাকা বেতন দিতে হবে। দাবি না মানা হলে পঞ্চায়েত ভোটে ডিউটি বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। এদিন আন্দোলনরত আশাকর্মীদের এক প্রতিনিধি দল স্বাস্থ্যভবনে গিয়ে ডেপুটেশন দেয়। তবে গোটা বিষয় নিয়ে স্বাস্থ্য ভবনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?