আশাবুল হোসেন, কলকাতা: বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের দুর্যোগের ভ্রুকুটি। ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Ashani)। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি (Rain)। বদল হল মুখ্যমন্ত্রীর জেলা সফর সূচিতে। আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুরসভাও। এদিকে, এই অশনি আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফর সূচিতে বদল হল।
মুখ্যমন্ত্রীর সফর স্থগিত
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ১০, ১১ ও ১২ মে যাওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড়ের আশঙ্কার জেরে সে সফর স্থগিত হল। পরিবর্তে যাবেন ১৭, ১৮ ও ১৯ মে যাবেন তিনি, এমনটাই খবর। অশনির প্রস্তুতি নিতে হবে প্রশাসনকে, তাই সফরসূচি বদল করলেন মুখ্যমন্ত্রী, জানা গিয়েছে এমনটাই।
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় অশনি, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে, উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সমান্তরাল ভাবে এগোবে ঘূর্ণিঝড়।
আরও পড়ুন, ‘পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি’, বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের
যার জেরে উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। অন্যদিকে একই সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
প্রস্তুত পুরসভা
অন্যদিকে, ‘অশনি’ মোকাবিলায় আটঘাঁট বেঁধে নেমে পড়েছে কলকাতা পুরসভা। শুরু হয়েছে তোড়জোড়। মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কলকাতায় বেশি জল হবে, সব পাম্পিং স্টেশনকে অ্যালার্ট করেছি, পুরসভায় কন্ট্রোল রুম থাকবে, ইঞ্জিনিয়ারিং, নিকাশি-সহ জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল, যাতে বেশিক্ষণ জল না জমে থাকে তার ব্যবস্থা, প্রয়োজনে আমি থাকব, তারক থাকবে।"
সব মিলিয়ে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, এবার দুর্যোগ মোকাবিলায় সমস্ত দিক থেকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন।