কলকাতা: অস্পষ্ট ভিডিও। তাতে যা দেখাচ্ছে, তা নজরে পড়লে চোখ কপালে উঠবেই। এ যেন লাইভ জুরাসিক পার্ক (Jurassic Park)। সমুদ্র সৈকতে লাফিয়ে পেরিয়ে যাচ্ছে খুদে ডাইনোসরের (dinosaur) দল। টুইটারে এমনই একটি ভিডিয়ো এখন ভাইরাল। একের পর এক ট্যুইটার হ্যান্ডেল (Twitter) থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিও।
ভাইরাল ভিডিও
ভিডিওয় প্রাণীগুলিকে দেখে মনে হচ্ছে, যেন লম্বা গলার কোনও শিশু ডাইনোসর লাফিয়ে লাফিয়ে সমুদ্রের সৈকত পেরোচ্ছে। ১৪ সেকেন্ডে ওই ভিডিও ঘিরে তুলকালাম নেট দুনিয়া। ফিরে এল জুরাসিক যুগ? ভিডিও দেখে এমনই প্রশ্ন নেট-নাগরিকদের।
আসল কারণ
ভিডিওটি ভাল করে দেখেই ফাঁস হয়েছে আসল বিষয়টি। ডাইনোসর নয়। এটি আসলে কোয়াটিস (Coatis)। এই প্রাণীটি কোয়াটিমুন্ডিস (coatimundis) নামেও পরিচিত। স্তন্যপায়ী প্রজাতির এই প্রাণীটি আদতে দক্ষিণ আমেরিকার বাসিন্দা। মূলত দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকার বিভিন্ন এলাকা। মেক্সিকো এবং আমেরিকার দক্ষিণ-পশ্চিম দিকেও কিছু এলাকায় দেখা মেলে এই প্রাণীটির। ব্রাজিলের একটি স্থানীয় ভাষা থেকে এই প্রাণীটির নাম হয়েছে।
উল্টো ভিডিওর কারসাজি
কোয়াটিস প্রাণীটি চারপেয়ে। রয়েছে লম্বা লেজ। তাহলে ডাইনোসরের সঙ্গে চেহারায় মিল হল কী করে ওই প্রাণীটির? এখানেই আসল চমক। যে ভিডিওটি ভাইরাল রয়েছে সেটি আসলে উল্টো ভিডিও। যাকে আদতে রিভার্স স্পিড বা রিভার্স ভিডিও (Reverse Video) বলে। যেদিকে কোয়াটিসের দলটি যাচ্ছে, সেই ভিডিওকে উল্টোদিকে করে দেওয়া হয়েছে। ফলে একঝলকে দেখলে এই প্রাণীর লম্বা লেজ দেখে মনে হচ্ছে লম্বা গলা উঁচিয়ে দৌড়ে যাচ্ছে ডাইনোসর।
এরকমই আরও একটি ভিডিও শেয়ার করা হয়েছিল একটি টুইটার হ্যান্ডেল থেকে। সেখানেই ক্যাপশনে রিভার্স ভিডিওর কথা বলা হয়েছে।
আরও পড়ুন: Optical Illusion: সাদা-কালো না রঙিন? এই টিয়ার আসল রঙ খুঁজতে হিমশিম সকলেই