কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: 'যে চেয়ারে বসে, নিয়ন্ত্রণের দায় তার। আমার ওয়ার্ডে হলে দায় এড়াতে পারতাম না', গার্ডেনরিচে মৃত্যুমিছিল (Garden Reach Building Collapse) নিয়ে কাউন্সিলরের ভূমিকা প্রসঙ্গে বিস্ফোরক দাবি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের। এবিপি আনন্দকে এক্সক্লুসিভ (Atin Ghosh Exclusive) সাক্ষাৎকারে বললেন, 'কাউন্সিলর বলছেন জানতেন না, আমার ওয়ার্ডে হলে আমাকেও ব্যাখ্যা দিতে হত। প্রোমোটারের সঙ্গে কাউন্সিলর সব সময় সঙ্গে থাকলে দায় এড়াতে পারি না।' গার্ডেনরিচের ঘটনায় এলাকার কাউন্সিলরকে ক্লিনচিট দিয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু ভিন্ন সুর শোনা গেল ডেপুটি মেয়রের কথায়। আরও বললেন, 'ভোটকেন্দ্রিক রাজনীতির ফলে প্রশাসনের পদক্ষেপ শ্লথ হয়ে যায়।' নাম না করে নেতৃত্বের দিকেই ইঙ্গিত ডেপুটি মেয়র অতীন ঘোষের?


যা বললেন ডেপুটি মেয়র...
এদিন বার বার 'নৈতিক দায়'-র কথা শোনা গিয়েছে ডেপুটি মেয়রের মুখে। তাঁর মতে, যদি কেউ চেয়ারে থাকেন, তাঁর এলাকায় দুর্ঘটনা ঘটলে 'নৈতিক দায়' নিতেই হবে। কিন্তু গার্ডেনরিচে যাঁর এলাকায় বহুতল ভেঙে পড়ল তিনি কেন দায় নিলেন না? অতীনের জবাব, 'সেটা তাঁর ব্যাপার।' তবে বেআইনি নির্মাণ প্রসঙ্গে কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনকে যে কড়া পদক্ষেপ করতেই হবে, সে কথা জোরের সঙ্গেই বললেন। অভিযোগ, গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরকে স্বয়ং পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আড়াল করার চেষ্টা করছেন। বস্তুত, বেআইনি নির্মাণ প্রসঙ্গেই পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলে তার দায় আধিকারিকদের উপর চাপিয়ে দিতে শোনা যায় মেয়রকে। বলেন, 'কাউন্সিলর নন, বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব নির্মাণ বিভাগের আধিকারিকদের।  তাঁরা এই কাজের জন্য বেতন পান। তাঁদের ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। আগে একাধিক বার সতর্ক করেছি। বেআইনি নির্মাণ বন্ধ করতে বলেছি বার বার। রাতারাতি কোনও বিল্ডিং দাঁড়ায় না। ভিত তোলার সময় থেকেই সতর্ক হতে বলি। আমি যবে মেয়র হই, তখন থেকে ৮০০-র বেশি এমন বাড়ি ভাঙা হয়েছে। গার্ডেন রিচেই ভাঙা হয়েছে ২৫টির বেশি বাড়ি।' তবে একটি বিষয় মেনে নিয়েছেন তিনি। বেআইনি নির্মাণ যে 'সামাজিক ব্যাধি' হয়ে দাঁড়িয়েছে, সে কথা নিজের মুখে স্বীকার করেন ফিরহাদ হাকিম। 
একদিকে মেয়রের মুখে এমন কথা, অন্য দিকে ডেপুটি মেয়র বলছেন, 'আমার ওয়ার্ড হলে দায় এড়াতে পারতাম না।' ভিন্নসুরের আঁচ স্পষ্ট। তার মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, '...এখনই ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা উচিত। উনি খুনি। রমজান মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য তিনি দায়ী। ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত। তদন্ত করা উচিত এবং গ্রেফতার করা উচিত।' সব মিলিয়ে চার দিকে হইচই।


আরও পড়ুন:কালনায় ভাগীরথীর পাড়ে বড় ফাটল, রাত বাড়তেই ঘুম উড়ল স্থানীয় বাসিন্দাদের