কলকাতা : গোয়ায় বাগানের আইএসএল ( ISL ) জয়ে ফুটছে বাংলা ( West Bengal Football ) । উচ্ছ্বাসে ভাসছে গোটা শহর, কলকাতার ( Kolkata ) রং শনিবার থেকে সবুজ মেরুন। রাজ্যে ফিরেছে দল। মোহনবাগান (Mohun Bagan) ক্লাব প্রাঙ্গনে দলের ছেলেদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু অভিবাদন জানানো নয়, আবেগে ভাসলেন ফুটবল-প্রাণ মুখ্যমন্ত্রী। দলের সকলকে বললেন, গ্রেট, সুপার্ব, এক্সেলেন্ট !
মুখ্যমন্ত্রী বললেন কীভাবে তাঁর মা-ভাইরা মন-প্রাণ দিয়ে ভালবেসেছেন মোহনবাগানকে। বললেন, যখন ছোট্টটি ছিলেন, মাকে দেখতেন, মোহনবাগানের খেলা থাকলে পুজো দিতে যেতেন। বললেন, আগামীদিনে দেখতে চান , বাংলার ফুটবল যেন আন্তর্জাতিক ক্ষেত্রেও নন্দিত হয়। যদিও শুধু মোহনবাগানের পক্ষ নিয়ে নয়, বললেন 'আমার কাছে সবাই সমান। এবার ইস্টবেঙ্গল ঠিক মতো করে তৈরি করতে পারেনি, যখন ওরা শুরু করেছে, তখনই অনেক দেরি হয়ে গেছে। ওদের আর্থিক অসুবিধে ছিল। কিন্তু মোহনবাগান তো খেলাটা আগেই খেলে দিয়েছে'।
মোহনবাগান সুপারজায়ান্টস্ ( Mohun Bagan Super Giants ) )। আগামী মরশুম থেকে এই নামেই খেলবে সবুজ মেরুন, জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। এই সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রীও। বললেন , সঞ্জীব গোয়েঙ্কা দল গড়ায় আগে থেকেই অনেক কিছু করেছেন। এখন আর মোহন বাগান, এটিকে মোহনবাগান নয় ... সুপারজায়ান্টস্ '। তিনি আরও বলেন, ' আমি অরূপকে বলেছিলাম সঞ্জীবের সঙ্গে কথা বলো, এটিকে, টেটিকে শুনতে ভাল লাগে না। ' বাগানের ভারত-জয়ে খুশি হয়ে ক্লাবের পরিকাঠামো উন্নয়নে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে বলে সংবর্ধনা অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী।
ফুটবল নিয়ে বরাবর আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী । বললেন, কীভাবে মন্ত্রী অরূপ বিশ্বাস খেলার ফলাফল নিয়ে ছিলেন টেনশনে। আর মুখ্যমন্ত্রী ভোরের স্বপ্নে দেখেছিলেন বাগানই জয় পাচ্ছে। সে-কথা সঙ্গে সঙ্গেই এসএমএসে জানান অরূপকে।
কোচ ফেরান্দো, অধিনায়ক প্রীতম কোটাল থেকে গোলকিপার বিশাল কাইত, সংবর্ধনা দেওয়া হল চ্যাম্পিয়ন টিমের প্রতি সদস্যকে। পাশাপাশি, ময়দানে সৌহার্দ্যের নজির। ভারতসেরা হওয়ার জন্য বাগান-কর্তাদের হাতে ইস্টবেঙ্গলের তরফেও তুলে দেওয়া হল ফুল ও মিষ্টি।
ভারত জয় করে শহরে ফিরতেই শুরু হয়ে যায় বাগান-শিবিরে বাঁধভাঙা উচ্ছ্বাস। গোয়ায় বেঙ্গালুরু এফসিকে হারানোর আনন্দে মাতে কলকাতা। ভারতসেরা দল বিমানবন্দরে নামতেই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় সবুজ-মেরুন সমর্থকদের। মোমিনপুরের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানের জয়ী দলের সদস্যদের সংবর্ধনা জানানো হয়।