ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বালিগঞ্জের (Ballygunge) এক বিজ্ঞাপনী সংস্থার (Ad Agency) অফিসে র‍্যানসমওয়্যারের (Ransomware) হানা! ভাইরাসের আক্রমণে মুহূর্তে অকেজো ২২টি কম্পিউটার। কিন্তু কীভাবে ফাঁদ পেতে বসে রয়েছে প্রতারকরা? কীভাবেই বা তাতে পা বাড়চ্ছে সাধারণ মানুষ?


স্মার্টফোনের (Smart Phone) দৌলতে পৃথিবী আজ হাতের মুঠোয়! অনলাইনে পেমেন্ট (Online Payment) থেকে শপিং, নেটব্যাঙ্কিং থেকে টাকা ট্রান্সফার। ইন্টারনেট আর স্মার্ট ডিভাইসের যুগলবন্দিতে সব কাজ হাসিল এক টাচে।  কিন্তু, এই ইন্টারনেটে ভর করেই মোবাইল ফোনে ঢুকে পড়ছে না তো ভাইরাস? 


আপনার ডিভাইসে সেভ করে রাখা সমস্ত তথ্য চলে যাচ্ছে না তো অন্য কারও কব্জায়? বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোনই এখন প্রতারকদের সবথেকে বড় টার্গেট! আর প্রতারণার প্রধান হাতিয়ার লিঙ্ক! লিঙ্কের ফাঁদে পা দিলেই, অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা।


সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র বলছেন, কীভাবে লিঙ্ক জেনারেট হয়, খুব সাবধান। নাম গুলো url-এ গিয়ে ভাল করে দেখে নেবেন। যেমন, paytm... সেটা থাকে paaytm। এগুলো চেক করবেন। শুধু যে মোবাইল ফোন, তা নয়, সর্বত্র পাতা রয়েছে জালিয়াতির ফাঁদ। 


ব্যাক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা অফিসের কম্পিউটার সিস্টেম, যে কোনো জায়গা থেকে নিমেষে উধাও হতে পারে টাকা, তথ্য সবই। ঠিক যেমনটা হয়েছে বালিগঞ্জের এই বিজ্ঞাপনী সংস্থার অফিসে। কলকাতায় ফের র‍্যানসমওয়্যারের হানা। বালিগঞ্জ ফাঁড়ির এই অফিসে, র‍্যানসমওয়্যারের অ্যাটাকে
অকেজো হয়ে যায় ২২টি কম্পিউটার। অপহরণ করা হয় কোম্পানির ২৫ বছরের পুরনো নথি-পত্র। 


সংস্থা সূত্রে খবর, কোম্পানির এক কর্মী সম্প্রতি কম্পিউটারে একটি সিনেমা ডাউনলোড করেন। তার সঙ্গে আরও কিছু ফাইল ডাউনলোড হয়ে যায়। আর তাতেই লুকিয়ে ছিল, বিপদ। সেই ফাইল ওপেন হতেই, একের পর এক কম্পিউটার অ্যাটাক হতে শুরু করে।  


সাইবার বিশেষজ্ঞ ঋত্বিক লালের কথায়, ২০-২২ বছরের ডেটা নষ্ট। পার কম্পিউটার ৯৮০ ডলার করে দাবি করেছে। কিছু ডেটা রিট্রিভ করার চেষ্টা করা হয়েছে। ম্যাক্সিমামটাই করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এধরনের ম্যালওয়্যার ভাইরাস স্মার্ট ফোন বা কম্পিউটারে ঢুকে সমস্ত তথ্য এনক্রিপ্ট করে ফেলে। তারপরই স্ক্রিনে ভেসে উঠবে হুমকি বার্তা। কম্পিউটারে প্রবেশাধিকার ফিরে পেতে চাইলে প্রচুর পরিমাণ অর্থ পাঠিয়ে দিন।  


সাদার্ন অ্যাভিনিউর বাসিন্দা প্রীতি সেলভামের কথায়, আমরা তো মোবাইল সর্বক্ষণ ঘাঁটাঘাটি করে। বাচ্চারাও করে। লিঙ্কে ক্লিক করে দিলে কী হবে? মারাত্মক বিপদ। কোন পথে এই ভাইরাস অ্যাটাক এড়ানো যায়? বিশেষজ্ঞরা বলছেন, সব তথ্যের ব্যাকআপ রাখুন। কম্পিউটার, মোবাইলের সফটওয়্যার আপডেট করুন।