কলকাতা: করোনা আক্রান্ত বলিউডের বাদশা। সেই খবর এসে পৌঁছল নবান্ন-তে। ট্যুইট করে 'সুপারস্টার'-এর দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। 


একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন বলিউডের তারকারা। প্রথমে কার্তিক আরিয়ান (Kartik Aryaan)। তারপরে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। আর এবার করোনায় আক্রান্ত শাহরুখ খান (Shah Rukh Khan)! সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত জানান না দিলেও, এখন মন্নতে আইসোলেশনে রয়েছেন শাহরুখ।


ইতিমধ্যে বলিউডে শুরু হয়েছে অন্য জল্পনা। কর্ণের জন্মদিনের পার্টিতে গিয়েই কি একঝাঁক তারকা করোনা সংক্রমিত হলেন? রীতিমতো চর্চা চলছে এই বিষয় নিয়ে। গত ২৫ মে ছিল কর্ণ জোহরের ৫০তম জন্মদিন। জমজমাট পার্টিতে রীতিমতো চাঁদের হাট বসে যশরাজ স্টুডিয়তে। সেখানে হাজির ছিলেন টলিউডের প্রায় সব পরিচিত মুখেরাই। 


আজ শাহরুখ খানের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লিখেছেন, ', ‘সদ্য জানলাম আমাদের ব্র্য়ান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শাহরুখ! খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে এসো!’ 



 


সদ্য মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhoolaiyaa 2)। জোরকদমে সেই ছবির প্রচার চালাচ্ছিলেন কার্তিক আরিয়ান। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কার্তিক। করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর। গতমাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। আপাতত সুস্থ তিনি। 


ইতিমধ্যেই চারটে বছর ইতিমধ্যেই কেটে গিয়েছে। পর্দায় দেখা পাওয়া যায়নি শাহরুখ খানের। কিন্তু কিং খান যে 'বাদশা'র মতোই কামব্যাক করবেন, তা বলাই বাহুল্য। তাই তো একসঙ্গে একাধিক ছবি আসতে চলেছে তাঁর। গত বছর তিনি শুরু করেছেন 'পাঠান' ছবির। যাতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে। আবার শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানের 'সুলতান' ছবিতে। এর পাশাপাশি কয়েকদিন আগেই পরিচালক রাজকুমার হিরানি ঘোষণা করেন যে, বলিউডের বাদশার সঙ্গে তাঁর আগামী ছবি 'ডাঙ্কি' আসছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই ছবিগুলির সঙ্গে তাঁকে দেখা যাবে অ্যাটলির পরবর্তী ছবিতেও। ইতিমধ্যেই 'জওয়ান' ছবির কথাও ঘোষণা করেছেন তিনি।