শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ক্যানিংয়ে (canning) দুঃসাহসিক ডাকাতির (dacoity) ছক বানচাল। ডাকাতির চেষ্টা রুখল পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল ৫ ডাকাত (dacoits)।


ডাকাতির চেষ্টা রুখল পুলিশ


দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত তালদির বিশ্বাস পাড়ার মোড় থেকে পাঁচ ডাকাতের দলকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ সহ শাটার ভাঙার যন্ত্রাংশ। গোপন সূত্রে খবর পায় ক্যানিং থানার পুলিশ।


গোপন সূত্রে পুলিশ খবর পায়, কয়েকজন ডাকাত দল একটি অটোতে করে ডাকাতির উদ্দেশ্যে তালদির দিকে আসছে। এরপর ক্যানিং থানার পুলিশ বিশ্বাস পাড়ার মোড় থেকে ডাকাত দলটিকে অটোতে করে যাওয়ার সময় ধরে ফেলে। পুলিশ সূত্রে খবর, মোট ৭ জনের দলটি তালদি থেকে যাত্রী সেজে অটোতে চেপে যাচ্ছিল। পুলিশ ধরে ফেলায় ২ জন পালিয়ে যায়। কিন্তু বাকি পাঁচজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের বাড়ি গোসাবা থানা ও ক্যানিং থানা এলাকায়।


আরও পড়ুন: 


শিলিগুড়িতে ডাকাতি


ব্যবসায়ীকে (Businessman) মারধর করে মুখ-হাত-পা বেঁধে রেখে লুঠপাটের অভিযোগ। শিলিগুড়ির (Siliguri) ৪০ নং ওয়ার্ডের ইসকন মন্দির (Isckon Temple) রোডের ঘটনা। গৃহকর্তার দাবি, নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী লুঠ করেছে দুষ্কৃতীরা। এলাকার সিসি ক্যামেরার (CC Camera) ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে ভক্তিনগর থানা।


মাঝরাতে জানলা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীর বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি। বৃদ্ধ গৃহকর্তার মাথায় শাবল দিয়ে আঘাত। গৃহকর্তার স্ত্রীকে ধারাল অস্ত্র দেখিয়ে অবাধে লুঠপাট। শিলিগুড়ির ৪০ নং ওয়ার্ডের একটি বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় রীতিমতো শোরগোল।


আরও পড়ুন: Weather Update: নিম্নচাপে পরিণত 'অশনি', বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতাসহ দক্ষিণবঙ্গে


গৃহকর্তার অভিযোগ, সোমবার রাত আড়াইটে নাগাদ জানলা ভাঙার আওয়াজ পেয়ে ঘুম ভাঙে তাঁর। কী হচ্ছে বুঝতে না বুঝতেই হুড়মুড় করে জানলা ভেঙে ঘরে ঢুকে আসে ৩ ডাকাত। অভিযোগ, ঘরে ঢুকে প্রথমে শাবল দিয়ে বৃদ্ধ চন্দন রায়ের মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। গৃহকর্তা প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁর বৃদ্ধা স্ত্রীকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়।