প্রকাশ সিনহা, কলকাতা: ভিনরাজ্যে পাচারের আগে হাওড়া ব্রিজের কাছ থেকে প্রায় ৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার করল শুল্ক দফতর। আটক ২ পাচারকারী। সূত্রের খবর, বড়বাজার থেকে বারাণসীতে নিয়ে যাওয়া হচ্ছিল ৩টি সোনার বার। যার ওজন ১ হাজার ৪৯৮ গ্রাম। ওই সোনা কোথায় পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে শুল্ক দফতর।               


 


তবে কেবল হাওড়া স্টেশন থেকেই নয়। এর আগেও রাজ্যের একাধিক এলাকা থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার করেছিল শুল্ক দফতর। এদিনের সোনা উদ্ধার ঘিরে রীতিমট চাঞ্চল্যও ছড়িয়েছিল হাওড়ার ওই এলাকায়। কীভাবে এত টাকার গয়না এল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কী উদ্দেশ্য এই সকল প্রশ্নও উঠতে শুরু করে। 


এখনও পর্যন্ত এই ঘটনায় কারওকে গ্রেফতার বা আটক করা হয়নি বলেই জানা গিয়েছে। তবে কে বা কারা এর নেপথ্যে রয়েছেন তা খুঁজে দেখা হচ্ছে। এমনিতেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর বেড়েছে সোনার দাম। এর মধ্যে রাজ্যে থেকে সোনা পাচারের চেষ্টা চলছে অনেক এলাকায়।                                        


সম্প্রতি কলকাতা বিমানবন্দর এবং শিয়ালদা স্টেশন থেকেও সোনা উদ্ধার হয়েছিল প্রায় ৭৭ লক্ষ টাকার সোনা। দুই জায়গা থেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ২ জনকে। খবর মিলেছিল গোপন সূত্রে। সেই খবর অনুযায়ী, শিয়ালদা স্টেশন চত্বরে অভিযান চালিয়েছিল শুল্ক দফতর। শুল্ক দফতর সূত্রে খবর, শিয়ালদা স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের সোনার বার। 


এরই পাশাপাশি কলকাতা বিমানবন্দরেও উদ্ধার হয়েছিল সোনা। শুল্ক দফতর সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে ইম্ফল থেকে আসা এক যাত্রীকে গ্রেফতার করা হয়। ধৃতের শরীরে লুকনো ছিল প্রায় ৪৭ লক্ষ টাকার সোনা।  ওই দুই ধৃত ব্যক্তির থেকে সব মিলিয়ে মোট প্রায় ৭৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। তদন্তকারীদের অনুমান, পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল ওই সোনা। তাঁরা আরও জানান যে এই ঘটনায় আরও কেউ এই সোনা পাচার চক্রে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।