রুমা পাল, কলকাতা: একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে বারবার কেন্দ্র-রাজ্য সংঘাত হয়েছে। রাজ্যের তরফে যেমন বঞ্চনার অভিযোগ করা হয়েছে। তেমনই বিজেপির নেতাদের তরফে দাবি করা হয়েছে যে রাজ্য প্রকল্পের খরচের হিসাব ঠিকমতো দিচ্ছে না।
এরইমধ্যে রাজ্যের নানা জেলায় একশো দিনের কাজ নিয়ে নানা অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কর্মসংস্থানের এই প্রকল্পে দুর্নীতি রুখতে নতুন উদ্যোগ নিল কেন্দ্র। নতুন বছরে বাধ্যতামূলক করা হচ্ছে ডিজিটাল হাজিরা। ১ জানুয়ারি থেকেই এই পদ্ধতি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
নানা অভিযোগ:
কোনও কাজ হয়নি। কিন্তু অভিযোগ, কাজ দেখিয়ে তছরুপ হয়েছে একশো দিনের কাজ প্রকল্পের কোটি কোটি টাকা। কোথাও, প্রকল্পের বোর্ড বসেছে। তাতে লেখাও রয়েছে, বরাদ্দ অর্থের পরিমাণ। কিন্তু সেই কাজ শেয হয়নি বলে অভিযোগ। কোথাও অভিযোগ, গ্রামবাসীদের জব কার্ড থাকলেও তাঁদের কাজে লাগানো হয়নি। মেশিন দিয়ে পুকুর কেটে টাকা তুলে নেওয়া হয়েছে। পরপর এমনই নানা অভিযোগ আসায় ১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে কেন্দ্র উদ্য়োগী হয়েছে বলে সূত্রের খবর। এই নিয়ে নির্দেশিকাও পাঠিয়েছে কেন্দ্র।
রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এক নির্দেশিকায় বলা হয়েছে -
- ১ জানুয়ারি থেকে এই প্রকল্পে অ্যাপের মাধ্যমে হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে।
- মাস্টার রোলে ২০ জন কিংবা তার বেশি কর্মীর নাম থাকলে মোবাইল অ্যাপে হাজিরা নেওয়া বাধ্যতামূলক। তার জন্য ব্যবহার করতে হবে National Mobile Monitoring System বা NMMS App।
- 'কেন্দ্রীয় নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা ১০০ দিনের কাজ করবেন, তাঁদের ছবি তুলে আপলোড করতে হবে মোবাইল অ্যাপে।
- কাজের শুরুতে এবং কাজ শেষ হওয়ার পর- মোট দু'বার ছবি তুলতে হবে। জিওট্যাগিং থাকায় ছবিটি কোথায় এবং কখন উঠেছে, তা বোঝা যাবে।
রাজ্যে শিক্ষক নিয়োগ-দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে একাধিক প্রভাবশালী গ্রেফতার হয়েছেন। তারপরেই আবাস যোজনার প্রকল্প নিয়েও নানা দুর্নীতির অভিযোগ উঠছে রোজই। তার মধ্যেই নানা দিকে অভিযোগ উঠছে আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি নিয়ে। তার মধ্যে ১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ।
আরও পড়ুন: ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত স্বামী, নেপথ্যে কী রহস্য়?