পার্থ প্রতিম ঘোষ, হাওড়া: বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত তাঁর স্বামী। নিহত রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার।


অভিনেত্রীর বাপের বাড়ির করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। রিয়া কুমারী ছিলেন প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী। 'আগেও বেশ কয়েকবার রিয়াকে খুনের হুমকি দেন প্রকাশ। রিয়াকে মারধরও করতেন প্রকাশ, এমনটাই অভিযোগ রিয়ার পরিবারের। প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও আরও দুই আত্মীয়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে রিয়ার পরিবার। প্রশ্ন উঠছে, ছিনতাইয়ের ঘটনাকে সামনে রেখে কি পূর্ব পরিকল্পিতভাবে রিয়াকে খুনের ছক কষা হয়েছিল? সেই উত্তরই খুঁজছে পুলিশ। 

ফরেন্সিক পরীক্ষা:
বাগনানে খুন হওয়া ঝাড়খণ্ডের অভিনেত্রীর দেহের হবে ফরেন্সিক পরীক্ষা। ময়নাতদন্ত ছাড়াও ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক টিম। পুলিশ সূত্রের খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায় রিয়ার মাথায় গভীর ক্ষত রয়েছে। সেখানে গান পাউডার লেগে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের আগে ধস্তাধস্তি হলে, রিয়ার নখে তার কোনও চিহ্ন রয়েছে কি না, তাও খতিয়ে দেখবে ফরেন্সিক দল। গতকাল রিয়ার স্বামী প্রকাশ কুমারের ডানহাতের GSR অর্থাৎ গান শট রেসিডিউ সংগ্রহ করা হয়। প্রকাশই গুলি চালিয়েছিলেন কি না, তা জানতেই এই পরীক্ষা করা হচ্ছে। 

এখনও নানা প্রশ্ন:
বুধবার ভোরে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার সময় খুন হন রিয়া কুমারি। আড়াই বছরের শিশুকন্যা এবং স্বামী প্রকাশ কুমারের সঙ্গে নিজেদের গাড়িতে চেপে আসছিলেন রিয়া।  প্রযোজক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন প্রকাশ। তাঁর দাবি, ভোর ৫.৩০টা নাগাদ মহিষরেখা সেতুর কাছে তিনি গাড়ি থামান। শৌচকর্ম সারতে যান। সেই সময় চড়াও হয় তিন ছিনতাইকারী। রিয়া বাধা দিতে গেলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। রিয়ার কানের পাশে গুলি লাগে। এর আগে পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীর দেওয়া তথ্যের সঙ্গে মিলে গেছে প্রত্যক্ষদর্শীদের বয়ান। এমনকি, খুনের সময়ের সঙ্গেও মিল পেয়েছেন ময়নাতদন্তকারীরা। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, অভিনেত্রী রিয়া কুমারী গতকাল ভোর ৫টা-সাড়ে ৫টার মধ্যে খুন হন। আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা না থাকায়, কোথাও অকেজো থাকায়, দুষ্কৃতীদের চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। 

ঘটনার দিন রাতেই রিয়া কুমারীর বাপের বাড়ির লোকজন থানায় আসেন। তখনই ঘটনা অন্যদিকে মোড় নেয়। সেই সময়েই তাঁরা প্রকাশ, তাঁর প্রথম পক্ষের স্ত্রী এবং বাড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়। সেই অভিযোগ, ঘটনাস্থলের পরিস্থিতি, পারিপার্শ্বিক নানা তথ্য এবং জিজ্ঞাসাবাদে মেলা তথ্যের উপর ভিত্তি করেই প্রকাশ কুমারকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির কমিটিতে জায়গা পেল না বাংলা, UGC-র অভিযোগ পক্ষপাতের