কলকাতা: মা-বাবার ঝগড়ার মধ্যেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিলেন ছেলে। এমনই দাবি পরিবারের। পরে এসএসকেএমে নিয়ে গেলে ২৩ বছরের তরুণকে মৃত বলে ঘোষণা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার প্রগতি পার্ক এলাকায়। মৃত তরুণের নাম রবীন দেবনাথ। পরিবারের দাবি, বারদুয়েক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে ডিপ্রেশনে ভুগছিলেন রবীন।


এবার প্রাইভেটে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর পাশাপাশি, বাবা কর্মহীন হয়ে পড়ায় আর্থিক সঙ্কটে ভুগছিল তরুণের পরিবার। পরিবারের দাবি, আজ সকালে মা-বাবার ঝগড়া চলাকালীন নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেন ওই তরুণ। প্রতিবেশীদের দাবি, প্রথমে তাঁদের সামনে বাবা ছুরি মেরেছে বললেও পরে পুলিশের কাছে বয়ান বদল করেন তরুণের মা। পারিবারিক সমস্যা? মানসিক টানাপোড়েন? নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে বাঁশদ্রোণী থানার পুলিশ।


এদিন চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে গিয়েছিলেন প্রতিবেশীরা। দেখেন, মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন বছর ২৩-এর পড়ুয়া। আত্মহত্যা না কি খুন? বাঁশদ্রোণীর প্রগতি পার্ক এলাকায় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। মৃত্যু হয়েছে দ্বাদশের পড়ুয়া রবীন দেবনাথের। 


মঙ্গলবার ঘড়ির কাঁটায় নটা।পরিবারের দাবি, রাতের খাওয়া নিয়ে অশান্তি শুরু হয়। ঝগড়ার মাঝে আচমকাই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বছর ২৩-এর রবীন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


মৃতের মায়ের দাবি, বারদুয়েক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করে, ডিপ্রেশনে ভুগছিলেন রবীন। এবার প্রাইভেটে পরীক্ষা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। 
এদিকে, লকডাউনে বাবা কর্মহীন হয়ে পড়ায় পরিবারে আর্থিক সঙ্কট দেখা দেয় । নিজে কিছু করতে না পারার আক্ষেপও তাড়া করে বেড়াত রবীনকে। 


মৃতের মায়ের কথায়, ডিপ্রেশনে ভুগছিল। দিল্লি বোর্ডে, ভালো রেজাল্ট হয়নি। টিচার রাখলাম। সব টাকা ওর পিছনে গেল। টাকা নিয়ে ঝামেলা হত। ফোনে বলি মাছ, ডিম দুটো একসঙ্গে করিস না। কথা বলতে চায়।বলি পরে বলব, তখন অশান্তি, সবজি কাটার ছুরি বসিয়ে দিল। ব্লাড বেরোয়নি তেমন। একটু ছুরি বসিয়েছিল।


মৃতের বাবা জানিয়েছেন, অবসাদে ভুগছিল, রিকশ নিয়ে আসি, আর্থিক সঙ্কটের মধ্যে ছিল, তার প্রভাব তো পড়েছেই। যদিও, প্রতিবেশীদের দাবি, কোনও ধরণের অস্বাভাবিকতা দেখা যেত না রবীন দেবনাথের মধ্যে। তাদের আরও দাবি, প্রথমে রবীনের মা জানান, তাঁর স্বামী টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। পরে বয়ান বদল করেন তিনি। 


মৃতের এক প্রতিবেশীর কথায় 'প্রথমে মা বলে বাবা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। পরে পুলিশের সামনে বলে আত্মঘাতী হয়েছে সে সবমিলিয়ে, অবসাদ, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা নাকি অন্য কিছু? উত্তর খুঁজছে পুলিশ।