সঞ্চয়ন মিত্র, কলকাতা: করোনা পরিস্থিতিতে (Corona) অতিরিক্ত ভিড় এড়াতে বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বরের পর এবার কল্পতরু উত্সবে বন্ধ থাকবে বাগবাজারে মায়ের বাড়ি। ১ ও ২ জানুয়ারি মায়ের বাড়িতে দর্শন ও প্রণাম বন্ধ থাকবে। ৩ জানুয়ারি থেকে ভক্তরা ফের ঢুকতে পারবেন মায়ের বাড়িতে। সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মায়ের বাড়ির দরজা। 


বছরের প্রথম দিন হাজার হাজার মানুষ হাজির হন বাগবাজারে মায়ের বাড়িতে। সতর্কতা অবলম্বনে ওই দুদিন দর্শন ও প্রণাম বন্ধ রাখা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ দক্ষিণেশ্বরও (Dakshineshwar Temple) নতুন বছরের প্রথম দিন বন্ধ থাকছে মন্দিরের দরজাও। তাই ওই দিন ভবতারিণীর দর্শন হবে না। কল্পতরু উৎসব উপলক্ষে পঞ্চবটীকে ঘিরে মেলাও বসে। তা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। পাশাপাশি মাতৃমূর্তি দর্শনও চলে। করোনার জেরে আগের বছরও এই রীতিতে ছেদ পড়ে। মঙ্গলবার বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলেন মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে (COVID Situation) ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। তবে মন্দির বন্ধ থাকলেও, রীতি মেনে মায়ের পুজো যেমন সম্পন্ন হয়, তেমনই হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের কক্ষ এবং অন্য দেবীর পুজোও রোজকার মতোই সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। 


ঊর্ধ্বমু্খী করোনা গ্রাফ। রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না মন্দির কর্তৃপক্ষ। কাশীপুর উদ্যানবাটি, বাগবাজারে মায়ের বাড়ি, দক্ষিণেশ্বরের পাশাপাশি বছরের প্রথম দিন বন্ধ থাকছে বেলুড় মঠও। সোমবারই বিবৃতি প্রকাশ করে তা জানিয়ে দেয় মঠ কর্তৃপক্ষ। যদিও করোনার কারণে মঠ বন্ধ রাখা হচ্ছে কি না, নির্দিষ্ট করে তা জানানো হয়নি। বরং অনিবার্য কারণে বছরের প্রথম দিন মঠ বন্ধ রাখতে হচ্ছে বলে জানানো হয়।


আরও পড়ুন: West Bengal Omicron Update : রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ, বিদেশে না গিয়েও সংক্রমিত ৪!