কলকাতা : লোকসভা নির্বাচনের ( Loksabha Elecion ) পর আবারও ভোটের দামামা।  বিধানসভার উপ নির্বাচনে ( West Bengal Election Bypoll 2024 ) ৪ কেন্দ্রেরই প্রার্থী ঘোষণা করল তৃণমূল। তবে এবার বাগদার প্রার্থী নির্বাচনে বড় চমক দিল তৃণমূল। একাবারে আনকোরা মুখে ভরসা রাখল ঘাসফুল শিবির।  প্রার্থী করা হল মধুপর্ণা ঠাকুরকে। এই মধুপর্ণা হলেন মমতাবালা ঠকুরের মেয়ে। সাম্প্রতিক কালে বেশ কয়েকবার তিনি সংবাদে এসেছেন। ফের একবার মতুয়া ভোটে ভর করে বাগদায় তরী পার করতে চাইছে তৃণমূল। তাই  তৃণমূলের বাজি এবার সেই ঠাকুরনগরের মতুয়াবাড়ির সদস্যই। শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন তিনি। 


ঠাকুরনগরের রাজনীতির কেন্দ্রে সব সময়ই থাকে ঠাকুর পরিবার। শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ। কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী। মমতাবালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এরই মধ্যে রাজনৈতিক যুদ্ধে তৃণমূলের বাজি মমতাবালার মেয়ে। কিছুদিন আগেই দুটি কারণে সংবাদ শিরোনামে আসেন তিনি।বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল তাঁর চাকরিতে নিয়োগ বেআইনি ভাবে হয়েছে বলে দাবি করেন।  বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর তাঁর মেয়েকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করেছেন।  হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে একটি কনট্রাকচ্যুয়াল পোস্টে কাজ করেন তিনি। এই ডেটা-এন্ট্রি অপারেটরের চাকরিতে নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি। যদিও  অভিযোগ উড়িয়ে মমতাবালার যুক্তি, মধুপর্ণা বিনা পারিশ্রমিকে কাজ করেন বিশ্ববিদ্যালয়ের জন্য । 


গত মে় মাসেই কাকা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন তিনি। গত মাসে রণক্ষেত্রের চেহারা নেয় ঠাকুরনগরের মতুয়া গড়।  বীণাপাণি ঠাকুরের ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে শান্তনু ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ করেন মমতাবালা ও তাঁর পরিবার। সেই সময়ে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রতিবাদ করে অনশনে বসেন মমতাবালার মেয়ে। নজর কাড়েন সকলের। হয়ত দলেরও নজরে পড়ে যান সেই সময়ই। সেই কারণেই হয়ত এবার শান্তনুর বিরুদ্ধ লবির এই তরুণ তুর্কীর উপর ভরসা রাখল তৃণমূল। বড়মা বীণাপাণি ঠাকুরের নাতনির উপর বাগদার মানুষ ভরসা রাখে কি না , সেটাই দেখার।  


রাজ্য়ের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে  রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল। রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারীকে। মানিকতলায় তৃণমূল প্রার্থীহয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। আগামী ১০ জুলাই এই ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ১৩ জুলাই ফল প্রকাশ হবে।    


আরও পড়ুন : 


দুর্যোগের আঁধার উত্তরে, তিস্তা নদীতে হলুদ সতর্কতা, বন্ধ কালিম্পংয়ে জাতীয় সড়ক