বাগদা : সাম্প্রতিকালে একাধিক ইস্যুতে তিনি সরব হয়েছেন। রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করতে তিনি 'হাতিয়ার' করেছেন গানকে। এবার তাঁর রাজনৈতিক মোকাবিলার 'নিদান' নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একটি বোমা মারলে ১০টি বোমা মারার ক্ষমতা আছে বলে মন্তব্য করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক (BJP MLA) অসীম সরকার (Asim Sarkar)।
কী বললেন বিজেপি বিধায়ক ?
বাগদায় বিজেপির উদ্বাস্তু সেলের একটি পথসভায় তিনি বলেন, "ওরা যদি একটা বোমা মারতে চায়, তাহলে ১০টা বোমা মারার ক্ষমতা আছে। আমরা বোমা মারব না। কিন্তু, তোমরা মারতে আসলে আমরা ছাড়ব না। আমি বাড়িতে সাপের পুজো করে রেখেছি, কিন্তু সাপ কামড়াতে এলে কি আমি বসে থাকব ? সাপের পুজো করি, সিংহের পুজো করি, ইঁদুরের পুজো করি, রাজহাঁসের পুজো করি, ময়ূরের পুজো করি। আমরা পুজো দেব তোমাদের, তোমরা ভোটটা ভাল করে করে দাও। যার যেখানে ভাল লাগবে সে সেখানে ভোট দেবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দাও। সরকার হবে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল।"
আরও পড়ুন ; ফের সিএএ চালুর দাবিতে সরব হরিণঘাটার বিজেপি বিধায়ক, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল
এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। "ওর মাথা খারাপ হয়ে গেছে" বলে কটাক্ষ করেছেন বাগদার বিধায়ক ও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস।
দিনকয়েক আগেই 'চোর ধরো, জেল ভরো' নিয়ে কটাক্ষ-গান করেন হরিণঘাটার (haringhata) বিজেপি বিধায়ক (BJP MLA) অসীম সরকার (asim sarkar)। সেই গানের ভিডিও আবার ভাইরাল (viral) হয়। রাজ্য বিজেপির নির্দেশে বনগাঁ জেলা বিজেপির পক্ষ থেকে জেলা জুড়ে 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি নেওয়া হয়। তারই অংশ হিসেবে গোপালনগরের বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেদিয়া বাজারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, জেলা বিজেপি সভাপতি রামপদ দাস এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেখানেই রাজ্য সরকারের উদ্দেশে কটাক্ষ গান অসীমের যা কি না ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে আগেই গান বেঁধেছিলেন অসীম সরকার। 'ও দাদা পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করল অর্থ'-এই গানটি ভাইরালও হয়। গানের সুরে আক্রমণ করেছেন কুণাল ঘোষকেও।
উল্লেখ্য, কবিগান নিয়ে রীতিমতো চর্চা রয়েছে এই বিজেপি বিধায়কের। গত মে মাসে এক কবিগানের আসর থেকেই ফেরার পথে আহত হয়েছিলেন তিনি। সঙ্গে আহত হন ২ পুলিশ কর্মী-সহ আরও ৮ জন। মাথা ও পায়ে চোট নিয়ে বিহারের কিষানগঞ্জ মেডিক্যালে ভর্তিও থাকেন বিজেপি বিধায়ক।