ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রাজারহাট: খুনের (Baguiati Twin Murder) আগে রাজারহাটের বাইক শো-রুমে নিয়ে যাওয়া হয় ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে। সূত্রের খবর, মূল সতেন্দ্র চৌধুরী সহ বেশ কয়েকজন গত মাসে অতনুকে সঙ্গে নিয়ে যায বাইকের শো-রুমে।  অভিষেক সেদিন ছিল না বলেই খবর সূত্রে। ঘটনার আগে একদিন রেকি করা হয়। বাইকের শো-রুমে গিয়ে তদন্ত পুলিশের।


কীভাবে খুন করা হয় দুই কিশোরকে? ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানো হয়েছে বাগুইআটির ২ কিশোরকে। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা। রাজারহাটের বাইকের শো-রুমের এক কর্মী জানান, গাড়িটা এসেছিল চিনার পার্কের দিক থেকে। ২ থেকে ৩ মিটার দূরে এসে দাঁড়াল প্রথমে। তারপর ইউ-টার্ন নিয়ে একেবারে দোকানের সামনে। প্রায় মিনিট পাঁচেক দাঁড়িয়ে ছিল। বেশ কয়েকজন বাইরে বেরিয়ে নিজেদের মধ্যে কথা বলে উল্টো দিকের চায়ের দোকানে যায়। সেখানে ছিল প্রায় ১০ থেকে ১৫ মিনিট। ফের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা। পুলিশ সূত্রে খবর, ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় ২ কিশোরকে। গাড়িতে ২ কিশোর সহ ছিল ৬ জন। তবে ঘটনার পর থেকে ২ ছাত্রেরই মোবাইল ফোন উধাও।


কোজ করা হল বাগুইআটি থানার আইসিকে: বাগুইআটির (Baguiati) জোড়া খুন (Baguiati Twin Murder) কাণ্ডে কোজ করা হল বাগুইআটি থানার আইসি। বাগুইআটিতে ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুনের তদন্তে সিআইডিকে দায়িত্ব। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ। "পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।'' জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন তিনি জানান, "কেউ ছাড় পাবে না, দোষীরা শাস্তি পাবে। ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।''


জোড়া খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আগেই উঠেছে। প্রশ্ন উঠছে, পরিবার অপহরণের অভিযোগ করা সত্ত্বেও কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল না পুলিশ? কোটি টাকা মুক্তিপণ চাওয়ার পরও, কেন আরও সক্রিয়তা দেখা গেল না? বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে মৃতদেহ পড়ে রইল, আর মাত্র ৫৫ কিলোমিটার দুরে থাকা বাগুইআটি থানার পুলিশ সেটা জানতেই পারল না? বাগুইআটিতে দুই ছাত্রকে নৃশংসভাবে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। মৃত দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকেও পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। এই পরিস্থিতিতে এবার ক্লোজ করা হল বাগুইআটি থানার আইসিকে। তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে। 


আরও পড়ুন: Baguiati Twin Murder: দুই কিশোরকে অপহরণ করে খুন, বাগুইআটি থানায় বিক্ষোভ বিজেপি-সিপিএমের