হিন্দোল দে, ভাঙড় : বিধানসভা ভোটের আগে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরম চেহারা নিল। ভাঙড়ে এক সময়ের দুই ঘোর প্রতিদ্বন্দ্বী আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে এলাকা থেকে সওকত মোল্লাকে হটানোর ডাক দিলেন। এলাকায় খুন, রাহাজানি, তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন সওকত মোল্লা। এই সমস্ত মারাত্মক অভিযোগ কোনও বিরোধী নেতার নয়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষককে কাঠগড়ায় তুললেন আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ। এদের মধ্যে আরাবুল ইসলাম এখন সাসপেন্ডেড তৃণমূল নেতা। তাঁর অফিসে হামলার নতুন ভিডিও সামনে এনে সওকত মোল্লাকে নিশানা করেছেন কাইজার আহমেদও। দুজনেরই অভিযোগ, সওকত মোল্লাই ভাঙড়কে অশান্ত করে রেখেছে। তৃণমূলকে গড়লেন যাঁরা, তাঁদেরকেই মিথ্যা মামলা দিয়ে সরানো হয়েছে। এই আক্ষেপও শোনা গেল তাঁদের মুখে। সওকত মোল্লার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভাঙড়ে চরম আকার নিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এক সময় যাঁদের মধ্য়ে তুমুল বিরোধ ছিল, সেই আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে এলাকা থেকে সওকত মোল্লাকে হটানোর ডাক দিলেন। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক। তিনি জানিয়েছেন, এব্য়াপারে যা জানানোর, তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন। সওকত মোল্লার বক্তব্য়, আরাবুল ইসলাম ও কাইজার আহমেদের বক্তব্য়কে তিনি গুরুত্ব দিতে চান না। এব্য়াপারে যা জানানোর, তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন। যদিও এর আগেই তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছিলেন সওকত মোল্লা।
বিধানসভা ভোটের আগে ভাঙড়ে চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ভাঙড়ের এক সময়ের দুই ঘোর প্রতিদ্বন্দ্বী, আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে, ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে বেনজির আক্রমণ করলেন। গত মঙ্গলবার, কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে সওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূল নেতার দেওয়া সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, তাঁর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে জনা ৩০-৪০ জনের একটি দল। কাইজার আহমেদের অভিযোগ, এখান থেকেই তাঁর বাড়ির উদ্দেশে বোমাবাজি করা হয়েছিল। তার আগে, গত ২৫ অক্টোবর, হামলা চালানো হয় কাইজার আহমেদের অফিসেও। বাড়িতে বোমাবাজির ঘটনায় ভাঙড় থানায় ইমেল করে অভিযোগ জানান তৃণমূল নেতা কাইজার আহমেদ। যেখানে নাম ছিল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। আর এবার সাসপেন্ডেড তৃণমূল নেতা, আরাবুল ইসলামকে পাশে নিয়ে সওকত মোল্লাকে উৎখাতের ডাক দিলেন কাইজার আহমেদ।
'শত্রুর শত্রু এখন বন্ধু', আরাবুল-কাইজারের নিশানায় সওকত। সওকতের বিরুদ্ধে সংঘাতে এবার একজোট আরাবুল-কাইজার। দলেরই বিধায়কের বিরুদ্ধে একমঞ্চে ভাঙড়ের ২ প্রতিদ্বন্দ্বী। ভাঙড়ে যৌথ সাংবাদিক বৈঠক করে সওকতকে হঠানোর ডাক। এলাকায় খুন, রাহাজানি, তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন সওকত, ভাঙড়কে অশান্ত করে রেখেছে সওকতই, একসুরে দাবি ২ প্রতিদ্বন্দ্বীর। অফিসে হামলার নতুন ভিডিও সামনে এনে সওকতকে নিশানা কাইজারের। ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষকের বিরুদ্ধেই একসুরে আক্রমণে আরাবুল-কাইজার।