কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ৩ বছর ৩ মাস পর জেলমুক্ত হয়ে বুধবার অর্পিতা মুখোপাধ্য়ায়ের সঙ্গে বন্ধুত্ব নিয়ে খোলাখুলি মুখ খুললেন পার্থ চট্টোপাধ্য়ায়। বললেন, 'অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধে কী আছে? আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না? আমি সদর্পে বলছি।'

Continues below advertisement

জেলবন্দি থাকাকালীন কখনও সাংবাদিকদের প্রশ্নে, তো কখনও ED-র জিজ্ঞাসাবাদে বারে বারে বলেছেন অর্পিতা মুখোপাধ্যায়কে তিনি তেমনভাবে চেনেনই না। কিন্তু, ৩ বছর ৩ মাস পর জেলমুক্ত হয়ে বুধবার অর্পিতা মুখোপাধ্য়ায়ের সঙ্গে বন্ধুত্ব নিয়ে খোলাখুলি মুখ খুললেন পার্থ চট্টোপাধ্য়ায়। এবিপি আনন্দের তরফে প্রশ্ন করা হয়, 'আপনি অর্পিতা মুখোপাধ্য়ায় মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন? মানে সদর্পে বলছেন সেটা?' পার্থ চট্টোপাধ্যায় বলছেন, 'সদর্পে বলছি। তাতে কী হল কী? কী করবেন আপনি আমার? যার বউ আছে তার যদি দু'টো থাকতে পারে। তাহলে আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ! এ কীসের ইয়ে হল? আমি সদর্পে বলছি।'

২০২২-এ ED-র তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্য়াট থেকে উদ্ধার হয়েছিল যকের ধন...নগদ প্রায় ৫০ কোটি এবং কেজি কেজি গয়নার ছবি দেখে চমকে উঠেছিল রাজ্য়বাসী! পাশাপাশি নজরে এসেছিল শান্তিনিকেতনে 'অপা'র বাড়ি...অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার দায় না নিলেও, বন্ধুত্বের কথা স্বীকার করেছেন সদর্পে। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'ভুরি ভুরি টাকা পাওয়া আমার থেকে তো পায়নি। আমার বাড়ির থেকে তো পায়নি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে। ...অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধে কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তাহলে দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবে। সৌগতদাকে খুঁজে পাবেন। যারা যারা আছে, দিদিমণি তো খবর রাখে না তা না, সিরিয়াল দেখেন। সিনেমা আর্টিস্টদের খবর রাখেন। তাদের ক'টা বদল হল আর ক'টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন।'

Continues below advertisement

এই প্রসঙ্গে, এবিপি আনন্দ যোগাযোগ করেছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, 'এলআইসি ফার্মে আঙ্কেল, নিস করেছিলেন। সংশোধনাগারে গিয়ে নিজেকে সংশোধন করেছেন। বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। উনি মানুষ না হলেও পুরুষ হয়েছেন তার জন্য সংগ্রামী অভিনন্দন। হঠাৎ সাধু সেজে বলছেন স্ত্রী নেই বলে বান্ধবী। অপা, ইচ্ছেডানা। স্ত্রী ছিল বলে ভাগ্নী। এখন নেই বলে বান্ধবী। শোভন তার বান্ধবীর জন্য পদ ছেড়েছিল। আর উনি বান্ধবীর বাড়িতে টাকা জড়ো করে করেছেন। ফলে পার্থক্য আছে।'

সব মিলিয়ে, পার্থ চট্টোপাধ্য়ায়ের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক শুরু হল।