কলকাতা : বেকবাগানের বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি করলেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী (CPIM Candidate) সায়রা শাহ হালিম। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বাম প্রার্থীর দাবি, এক মহিলা ভোটার কার্ড ছাড়াই বুথে ঢোকার চেষ্টা করেন। এর আগে ওই মহিলা দুটি বুথে ভোটও দেন বলে অভিযোগ। সাংবাদিকরা ধরার চেষ্টা করায় ওই মহিলা পালিয়ে যান। সিপিএম প্রার্থীর দাবি, ভোট হয়ে যাওয়ার পরেও কয়েকজন বুথের ভিতর ঘোরাফেরা করছে।
এদিকে আজ বালিগঞ্জের বেশ কয়েক জায়গায় ভোট ঘিরে একাধিক অভিযোগ সামনে আসে। সেন্ট লরেন্স স্কুলের বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ও কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী, দু’ জনেই ওই বুথে যান। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী।
আরও পড়ুন ; বারাবনিতে ধুন্ধুমার, অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর ; রক্তাক্ত নিরাপত্তারক্ষী
বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।
এদিকে মোবাইল ফোন নিয়ে গেলে ফিরিয়ে দেওয়া হচ্ছে ভোটারদের, এই অভিযোগ নিয়ে বালিগঞ্জের সাউথ পয়েন্ট হাইস্কুলে উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের। পাঠভবন স্কুলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুথের ভিতরে কেন কলকাতা পুলিশের কর্মীরা ? কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। মডার্ন হাইস্কুলেও একই বিষয় নিয়ে আপত্তি জানান বিজেপি প্রার্থী। কলকাতা পুলিশের কর্মীদের বুথের ১০০ মিটারের বাইরে থাকার কথা। বিধি ভেঙে কেন তাঁরা বুথের ভিতর? প্রশ্ন করেন বিজেপি প্রার্থী।
আজ বালিগঞ্জ কেন্দ্রে ভোটের শুরুতে ফুরফুরে মেজাজে পাওয়া যায় বাবুল সুপ্রিয়কে। ‘রিম ঝিম ঝিম বৃষ্টিতে, আমার সারাদিন শুধু তুমি তুমি তুমি করে’, লেডি ব্রেবোর্ন কলেজের বুথে গিয়ে মান্না দে-র গান করেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান জানাতে এভাবে গান গেয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। পাশাপাশি, তৃণমূল প্রার্থী দাবি করেন, তাঁর জন্যই ইস্ট-ওয়েস্ট মেট্রো হয়েছে।