মুন্না আগরওয়াল, বালুরঘাট : সামনেই পৌরসভা নির্বাচন। প্রচার তুঙ্গে। বাংলার ৪ পুরসভায় যখন সবুজ আবির উড়ছে, তখনও বালুরঘাটে উপস্থিত রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী। 

বিধানসভা ভোট থেকেই বঙ্গজুড়ে সবুজ ঝড় অব্যাহত। সেই সাফল্য ধরে রেখেছে পুরভোট। কলকাতা থেকে বঙ্গের বাকি ৪ পুরসভাতে বিরোধীদের এক্কেবারে ফিকে করে দিয়েছে ঘা,ফুল শিবির। সেই সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল।  সোমবার দুপুরে বালুরঘাট শহরে এদিন জেলার কর্মী সমর্থকদের উৎসাহ জোগাতে হাজির ছিলেন মন্ত্রী। সেই সঙ্গে হল স্ট্র্যাটেজি মিটিংও।  বালুরঘাট পৌরসভার ২৫ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা, কর্মী সমর্থক ও জেলা নেতৃত্ব এই বৈঠকে অংশ নেন। 

আরও পড়ুন :


শীত প্রায় শেষের পথে, ধীরে ধীরে বাড়বে দিনের তাপমাত্রা


বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভা নির্বাচনে তৃণমূলের অবজারভার শশী পাঁজা। এদিন মন্ত্রী শশী পাঁজা ছাড়াও হাজির ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী  বিপ্লব মিত্র, জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, মহিলা তৃণমূল সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী, যুব তৃণমূলের সভাপতি অম্বরীশ সরকার, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। বালুরঘাটের ২৫ টি ওয়ার্ডে কীভাবে তৃণমূল কর্মী সমর্থকরা প্রচার অভিযান চালাবে এবং জয়ের পথে এগোবে, তাই নিয়ে নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি। এছাড়াও জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়েও বিশেষ বৈঠক করেন । 


২৭ ফেব্রুয়ারি বালুরঘাটে পৌরসভা নির্বাচন। বালুরঘাটে ওয়ার্ডের সংখ্যা ২৫ ।  শনিবার রাজ্যে ৪  পুরসভা নির্বাচনে ঝড় তুলেছে তৃণমূল। এই মাসেরই ২৭ তারিখ,  ১০৮টি পুরসভার নির্বাচন ।  মনোয়নন জমা করার শেষ তারিখ ছিল ৯ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করা যেত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। 


কলকাতার পর আরও চার পুরসভার ভোটে বড় জয় পেয়েছে তৃণমূল। চারটি পুরসভার ২২৬টি ওয়ার্ডের মধ্যে, ১৯৮টিতেই জিতেছে শাসক দল। প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে বিধাননগর ও চন্দনগরে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। আসানসোল ও শিলিগুড়িতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।