দক্ষিণ দিনাজপুর: অভিষেককে (Abhishek Banerjee) পাল্টা জবাব বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। এদিন আক্রমণ শানিয়ে বলেন, 'অভিষেকের বাংলা সম্পর্কে ধারণা নেই বলে এইসব বলছেন', অভিষেককে পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের।


কী বলেছিলেন অভিষেক ?


তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুরে গিয়ে সুকান্ত মজুমদারকে নিশানা করেন অভিষেক। ১০০ দিনের কাজের টাকার বকেয়াকে হাতিয়ার করে বালুরঘাটের বিজেপি সাংসদকে আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, 'জাতীয়তাবাদ, ধর্ম, বালাকোটকে সামনে রেখে সুকান্তকে ভোট দিয়েছেন, তাই টাকা বন্ধ। আজ রামমন্দির হচ্ছে, কিন্তু ১০০ দিনের কাজের টাকা বন্ধ',মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।


রাজ্যের পাওনা নিয়ে প্রধানমন্ত্রীকেও আক্রমণ অভিষেকের


পাশাপাশি রাজ্যের পাওনা নিয়ে প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেন তিনি। হরিরামপুরের সভা থেকে অভিষেক বলেন,'প্রধানমন্ত্রী শততম মন কি বাত করছেন, কিন্তু বাংলার প্রাপ্য নিয়ে চুপ। মানুষকে মানুষ বলে যাঁরা ভাবছে না, তাঁদের উচিত শিক্ষা দিতে হবে। মানুষ চাইলে প্রধানমন্ত্রীকে টেনেহিঁচড়ে নামাতেও ১০ সেকেন্ড সময় লাগবে না।' 


'অভিষেকের বাংলা সম্পর্কে ধারণা নেই'


আর তারই পাল্টা আক্রমণ হিসেবে সুকান্ত বলেন, 'অভিষেক সংসদে যান না বলে জানতে পারেন না। সারা দেশের মধ্যে সংসদে সবথেকে বেশি প্রশ্ন করেছেন বালুরঘাটের সাংসদ। বালুরঘাট-হিলি রেলপ্রকল্পের জন্য ১৯০ কোটি টাকা নিয়ে এসেছি। বালুরঘাট (Balurghat) থেকে একলাখি পর্যন্ত বিদ্যুতের কাজ চলছে। অভিষেকের বাংলা সম্পর্কে ধারণা নেই বলে এইসব বলছেন', অভিষেককে পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের।


আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?


 শুভেন্দুর আক্রমণের মুখেও একইভাবে পড়েছিলেন অভিষেক


প্রসঙ্গত, গতমাসে এভাবেই শুভেন্দুর আক্রমণের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ট্যুইটের পাল্টা ট্যুইটে মন্তব্য 'কোনও ধারণা নেই', বলেই মন্তব্য রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতমাসে ট্যুইটে তিনি বলেছিলেন,  'হঠাৎ একদিন ঘুম থেকে জেগে উঠে সংসদের অধিবেশনে যোগ দিলে এরকমই হয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর মন্ত্রক কীভাবে কাজ করে সে সম্পর্কে কোনও ধারণাই নেই। মাননীয় মন্ত্রী দুটি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত, গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত রাজ। মনে রাখবেন কাউকে ব্যঙ্গোক্তি করলেও নিজেকেও অপদস্থ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। আর হ্যাঁ, এটাই নতুন ভারত, আপনার পুরনো ধারণাকে এর সঙ্গেই মানিয়ে নিতে হবে'।