কলকাতা : কসবাকাণ্ডের আবহে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার বিস্ফোরক দাবি করে বলেন, দলের অন্দরে এখনও একাধিক মনোজিৎ মিশ্র রয়েছেন। দলের অন্দরে এই নিয়ে কম জলঘোলা হয়নি। শুরু হয়েছে তীব্র চাপানউতোর। তার মধ্যেই চমকে দিল এবার বালুরঘাট কলেজের ছবি । যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ভিডিওতে দেখা গিয়েছে, কলেজের ইউনিয়ন রুমে বসে টিএমসিপি সভাপতি মদ্যপান করছেন। ২০২২-এর ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ করেছে বিজেপি। পোস্টের সঙ্গে লেখা হয়েছে, ' বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে ক্যাম্পাসের ভিতরেই মহিলাকে নিয়ে মদ্যপান টিএমসিপি সভাপতির। মদ, মহিলা ও নোংরা রাজনীতি, এটাই তৃণমূলের আসল মুখ! কসবা থেকে সন্দেশখালি, টিএমসিপি ইউনিয়ন রুম, পার্টি অফিস আসলে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ডেরা। তৃণমূলে যোগ দিতে হলে, হয় আপনাকে বিকৃতমনস্ক হতে হবে, নয়তো আক্রমণকারী হতে হবে', এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে।
২৫ জুন সাউথ ক্যালকাটা ল' কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে প্রাক্তনী মনোজিৎ মিশ্র ও ২ পড়ুয়ার বিরুদ্ধে। তারপর থেকে কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এই ধরনের আচার আচরণ নিয়ে অভিযোগ তুলছেন অনেকেই। কসবাকাণ্ডে মুখ খুলে ইতিমধ্যেই দলের রোষে পড়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার । শিক্ষাঙ্গনের এই কুৎসিত ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে রাজভবনের তরফেও জারি করা হয়েছে বিবৃতি।
শুধু কলেজ ক্যাম্পাসে ছাত্রীর উপর যৌন নির্যাতনই নয়, গণধর্ষণের অভিযোগের সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে তোলপাড় ফেলেছে এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলকর্মী এবং প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিতের চাকরির বিষয়টি । সামনে এসেছে জেলা থেকে শহরের একাধিক কলেজে এমন 'বেনিয়মে' চাকরির আরও অভিযোগ। রাজা প্যারীমোহন কলেজ থেকে বারাসাত কলেজ, ভাঙড় মহাবিদ্যালয় থেকে সুন্দরবন মহাবিদ্যালয়, কলেজে কলেজে একই প্রতিচ্ছবি। সেই সঙ্গে সামনে আসছে কলেজে কলেজে টিএমসিপির দাদাগিরির অভিযোগও। এখন দেখার, রাজ্যের শাসক দল ও প্রশাসন এই সব অভিযোগের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।