কলকাতা: আধার কার্ডে আনসারুল্লা বাংলার জঙ্গি শাদ রাডির ঠিকানা হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা নওদার। ভুয়ো আধারের ভিত্তিতে বানিয়েছিল পাসপোর্টও। ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল। তৈরি করছিল স্লিপার সেল। 


ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে বাংলাদেশ থেকে ঢুকেছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলার সদস্য মহম্মদ সাদ রাডি। বাংলাদেশের রাজশাহি থেকে এসে বানিয়ে ফেলেছিল ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টও। আধার কার্ডের ঠিকানা, মুর্শিদাবাদের হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা, নওদা।
পাসপোর্টের ঠিকানা আবার হরিহরপাড়া। আনসারুল্লা বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য় বাড়ানোর কাজ চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে। আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির ডানহাত বলে পরিচিত ফারহান ইশরাকের নির্দেশে বাংলা এবং কেরলে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গেছে সাদ রাডি। এমনই জানিয়েছেন গোয়েন্দারা। 


অসম পুলিশের STF এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই সামনে এসেছে ধৃতদের মধ্যে এক জঙ্গির বাংলাদেশে গিয়ে ট্রেনিং নেওয়ার কথা। সূত্রের দাবি, পাকিস্তান, বাংলাদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত জঙ্গিরা। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে, বাংলাদেশের জেল থেকে পালিয়েছে ৭০ জন কুখ্যাত জঙ্গি। জঙ্গি কার্যকলাপের অভিযোগ থাকা বেশ কয়েকজনকে মুক্তিও দিয়েছে ইউনূস সরকার। তাদেরই একজন ওসামা বিন লাদেনের 'আল কায়দা'র দ্বারা অনুপ্রাণিত আনসারুল্লা বাংলা টিম বা ABT-এর প্রধান জসিমউদ্দিন রহমানি। ২৬ অগাস্ট, তাকে মুক্তি দেয় মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, এরপর থেকেই ফের সক্রিয়তা বাড়িয়েছে আনসারুল্লা বাংলার জঙ্গিরা। সক্রিয় করা হয়েছে স্লিপার সেলগুলিকে।

ইতিমধ্যে অসম পুলিশ জানিয়েছে, ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে গত নভেম্বরেই বাংলাদেশ থেকে এদেশে আসে রাজশাহির বাসিন্দা মহম্মদ সাদ রাডি। অসম, পশ্চিমবঙ্গ ও কেরলে গিয়ে আনসারুল্লা বাংলার স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। আর সেই প্রেক্ষাপটেই ১৮ ডিসেম্বর তিন রাজ্য থেকে ৮ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ জানা গেছে, আনসারুল্লা বাংলা টিমের টার্গেট ছিল, অন্যতম স্ট্র্যাটেজিক পয়েন্ট শিলিগুড়ির চিকেনস নেক।কারণ উত্তর পূর্বের সাত রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূ-খণ্ডকে যুক্ত রেখেছে এই শিলিগুড়ি করিডর। আর এই চিকেনস নেককে টার্গেট করতে কোমর বেঁধে নেমে পডেছিল আনসারুল্লা বাংলা টিম।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Tiger Fear Update: জেলা সফরে যমুনা, বান্দোয়ানের জঙ্গলে পাড়ি সিমলিপালের বাঘিনীর