Bangla Bandh News Live: তৃণমূলের বদলা নয় বদল চাই স্লোগানে কি এবার বদল? জল্পনা বাড়িয়ে হুঙ্কার মমতার
RG Kar Case Nabanna Abhijan : নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। আজ ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক বিজেপির।
প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটল জট
বিজেপির বন্ধ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল শিয়ালদার কোলে মার্কেট এলাকায়। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। দফায় দফায় চলল অশান্তি।
বিজেপির ডাকা বাংলা বনধকে ঘিরে তুলকালাম। কোথাও চলল গুলি, কোথাও বিজেপি কর্মীদের তৃণমূলের তাড়া। কোথাও পুলিশের লাঠিচার্জ।
বিজেপির ডাকা বাংলা বনধকে ঘিরে তুলকালাম। কোথাও চলল গুলি, কোথাও বিজেপি কর্মীদের তৃণমূলের তাড়া। কোথাও পুলিশের লাঠিচার্জ।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ
বন্ধের বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ। মামলাকারীর ৫০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী দিনে মামলাকারী আইনজীবী আর কোনও জনস্বার্থ মামলা করতে পারবেন না। মামলা খারিজ নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সিপিএম ও তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন, বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার
তৃণমূলের বদলা নয় বদল চাই স্লোগানে কি এবার বদল? জল্পনা বাড়িয়ে হুঙ্কার মমতার।
প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটল জট
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের মিছিল ঘিরে রণক্ষেত্র দুর্গাপুর। পার্টি অফিসে আগুন, পরপর বাইক ভেঙে তছনছ। তৃণমূলের সঙ্গে সংঘর্ষে বোমাবাজি।
কর্পোরেশন মোড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, বোমাবাজি। একে অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলার অভিযোগ।
মমতার হুঁশিয়ারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সুকান্ত মজুমদারের চিঠি
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে: শুভেন্দু অধিকারী
আর জি কর-কাণ্ডের জের, IMA থেকে সাসপেন্ড সন্দীপ ঘোষ
সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত IMA-র ডিসিপ্লিনারি কমিটির
চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর IMA-র জাতীয় সভাপতির নেতৃত্বে কমিটি গঠন
'মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার সময় সমব্যথী ও সংবেদনশীলতার অভাব'
'নির্যাতিতার পরিবারের সঙ্গে অনুভূতিহীন কথা বলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ'
সর্বসম্মতভাবে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত IMA-র ডিসিপ্লিনারি কমিটির
আর জি কর কাণ্ডের প্রতিবাদে সিপিএমের মিছিল ঘিরে রণক্ষেত্র দুর্গাপুর।
কর্পোরেশন মোড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, বোমাবাজি। একে অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলার অভিযোগ।
ইস্তফা দিলেও সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যালে পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই সন্দীপ ঘোষেরই গ্রেফতারি দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। '১৪ দিনেও কেন সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করা হল না, সিবিআইকে জবাব দিতে হবে', দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
ধর্ষককে ফাঁসি দিতে ১০ দিনের মধ্যে বিধানসভায় আইন পাস করার ঘোষণা মুখ্যমন্ত্রীর। 'আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশন এনে আইন পাস করে রাজ্যপালের কাছে পাঠাব। রাজাবাবু কিছু না করলে রাজভবনে মেয়েরা ধর্না দেবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূলের বদলা নয়, বদল চাই স্লোগান বদল? জল্পনা বাড়ালেন নেত্রী। 'বলেছিলাম বদলা নয়, বদল চাই, আজ বলছি ফোঁস করতে তো পারবেন। যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন', মেয়ো রোডে টিএমসিপির সমাবেশ থেকে হুঁশিয়ারি মমতার।
ধর্ষণবিরোধী আইন প্রণয়ন না করলে, তিন মাসের মধ্যে দিল্লিতে বড় আন্দোলন। দলগতভাবে কেন্দ্রকে চিঠি লিখব। কেন্দ্র না আনলে, প্রাইভেট মেম্বার বিল আনব, ঘোষণা অভিষেকের।
বলেছিলাম বদল চাই, বদলা নয়। এখন বলছি যেটা করা দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন,মন্তব্য মমতার।
'কোনও ব্যবস্থা আমি নেব না, এবার আস্তে আস্তে কাজে যোগ দিন। আমি অ্যাকশন নিতে চাই না। অ্যাকশন নিলে চিকিৎসকদের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমরা চাই না'
'ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি, রাজ্যের হাতে ক্ষমতা থাকলে ৭ দিনে ফাঁসি দিতাম' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'বিজেপির বন্ধকে কী রে প্রতিহত করতে হয়, জানি...যত তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তত তৃণমূল শক্তিশালী হয়েছে। যাদের আমলে উন্নাও, হাথরস, কাঠুয়া হয়েছে, সেই বিজেপির কাছে কিছু শিখতে হবে না। লাশের রাজনীতি দুর্ভাগ্যজনক, এই বন্ধ সর্বনাশা ' বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামের রেয়াপাড়াতেও বিজেপির বন্ধ ঘিরে ব্যাপক উত্তেজনা। অবরোধ সরাতে বিজেপির কর্মী-সমর্থকদের উপর ব্যাপক লাঠিচার্জ পুলিশের। ঘটনাস্থলে শুভেন্দু অধিকারী। কাল রেয়াপাড়া ফাঁড়ি ঘেরাওয়ের ডাক।
গুলির পর থমথমে এলাকা। মুখোমুখি অর্জুন সিংহ-সোমনাথ শ্যাম। দু'দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে হিমসিম খেল পুলিশ।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে অধীরের মিছিলে হাইকোর্টের অনুমতি। কাল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে অনুমতি । পুলিশের অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ অধীর চৌধুরী । অধীরের আবেদনে সাড়া, মিছিলে অনুমতি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের
বনধের বিরোধিতায় মামলা খারিজ। মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারী আইনজীবী সঞ্জয় দাস বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেন। সেই মামলা আজ খারিজ করেন প্রধান বিচারপতি। আইনজীবীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতি
শিয়ালদা দক্ষিণে লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার শাখায় ব্যাহত পরিষেবা। লক্ষ্মীকান্তপুরের গোচরণ ও ডায়মন্ড হারবারের উত্তর রাধানগরে চলছে অবরোধ। হাওড়া-তারকেশ্বর লাইনেও বন্ধ ট্রেন, গোবরায় চলছে অবরোধ
এবার একদিনে ৩ অভিযানের হুঙ্কার শুভেন্দু অধিকারীর
'নবান্ন, লালবাজার ও কালীঘাটে একদিন অভিযান হবে'
নন্দীগ্রামে প্রতিবাদ মিছিলের পর হুঁশিয়ারি বিরোধী দলনেতার
এবার একদিনে ৩ অভিযানের হুঙ্কার শুভেন্দু অধিকারীর
'নবান্ন, লালবাজার ও কালীঘাটে একদিন অভিযান হবে'
নন্দীগ্রামে প্রতিবাদ মিছিলের পর হুঁশিয়ারি বিরোধী দলনেতার
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বিজেপির বনধ ঘিরে ধুন্ধুমার। মুখোমুখি তৃণমূল-বিজেপি। বচসা, ধস্তাধস্তি।
কোলে মার্কেট এলাকায় বন্ধ-এর সমর্থনে রাস্তায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বিজেপির বন্ধ ঘিরে কোলে মার্কেটে ব্যাপক উত্তেজনা। সম্মুখসমরে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল। পুলিশের সামনেই ধস্তাধস্তি, উত্তেজনা।
ভাটপাড়ায় গুলি, এলাকায় উত্তেজনা। এক ব্যক্তির কানে গুলি লেগেছে । যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে পৌঁছেছেন অর্জুন সিংহ।
ব্যারাকপুরে কৌস্তভ বাগচীর নেতৃত্বে রেল অবরোধ। ধাওয়া তৃণমূল সমর্থকদের। পুলিশের সামনেই স্টেশনে দু'দলের কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি। কোনওমতে বার করা হল কৌস্তভকে।
শ্যামবাজার মেট্রো স্টেশনে শাটার নামানোর চেষ্টা
বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
মেট্রো স্টেশনের শাটার খুলে দিল পুলিশ
সাত সকালে হুগলি স্টেশনে রেল অবরোধ বিজেপি কর্মী- সমর্থকদের। ব্যান্ডেল হাওড়া লোকাল অবরোধ করেন বিজেপি কর্মীরা। রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান শতাধিক বিজেপি কর্মী।
অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার নবান্ন অভিযানের অন্যতম আয়োজক সায়ন লাহিড়ি। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সদস্য সায়ন। পুলিশের প্রকাশ করা ভিডিওতে শহরের একটি পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা যায় তাঁকে। সেখানে তিনি কোনও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করে পুলিশ।
অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার নবান্ন অভিযানের অন্যতম আয়োজক সায়ন লাহিড়ি। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সদস্য সায়ন। পুলিশের প্রকাশ করা ভিডিওতে শহরের একটি পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা যায় তাঁকে। সেখানে তিনি কোনও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করে পুলিশ।
ভবানীপুরে সকাল থেকে রাস্তায় অগ্নিমিত্রা পাল। গাড়ি না চালাতে অনুরোধ চালকদের
বনধের প্রভাব জেলার রেল চলাচলে। শিয়ালদা দক্ষিণের নামখানা শাখার গোচরণ স্টেশনে ওভারহেডে কলাপাতা। মুর্শিদাবাদ স্টেশনেও রেল অবরোধ।
বনগাঁ স্টেশনে রেল অবরোধ বিজেপির। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।
বনগাঁ স্টেশনে রেল অবরোধ শুরু বিজেপির
প্রেক্ষাপট
কলকাতা : নবান্ন অভিযানে তুলকালাম, আজ বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বন্ধ। সকাল ৬টা থেকে বন্ধ শুরু হয়েছে। অত্যাচারের প্রতিবাদে সফল করুন বন্ধ, আহ্বান বিজেপির। অন্যদিকে, 'কোনও বন্ধ হবে না, খোলা থাকবে সব কিছু', মঙ্গলবারই বিজেপির ডাকা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য সরকার । বন্ধ হবে না, সমাজবিরোধীদের অভিযান, বিজেপির মুখোশ খুলে গেছে, দাবি কুণাল ঘোষের।
নবান্ন অভিযানের পর বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি করেছেন তিনি। তিনি বলেন, 'গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল। ' অন্যদিকে সরব রাজ্যপালও । 'সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ রুখতে রাজ্যের দমনপীড়ন, জাতীয় পতাকার অবমাননা ও দেশের আবেগে আঘাত' নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার সুর রাজ্যপালের গলায়।
এদিকে বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধের দিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 'এখন বন্ধ ডাকার পিছনে গভীর অভিসন্ধি' , প্রতিক্রিয়া ব্রাত্য বসুর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -