কলকাতা: বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। মুক্তি পাবেন কি সন্ন্যাসী? উদ্বেগে রয়েছেন অনেকেই। পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের সন্ন্য়াসীরা। অন্যদিকে, তাঁর মুক্তি চেয়ে মাইকেলনগরে গীতা যজ্ঞের আয়োজন করল বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ।
জামিন মামলার শুনানি: সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস কি জেল থেকে মুক্তি পাবেন? জানতে সবার নজর বৃহস্পতিবারের দিকে। চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে বৃহস্পতিবারই। বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য় সরব হয়েছিলেন সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগ, তাঁকে গ্রেফতার করে মহম্মদ ইউনূসের পুলিশ। ২৬ নভেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত। সেই থেকে নানাভাবে তাঁকে জেলে আটকে রেখেছে মহম্মদ ইউনূসের সরকার। আদালত চত্বরে দাঁড়িয়ে প্রকাশ্যে হুমকি, হুঁশিয়ারি দিয়েছে কট্টরপন্থীরা।
সন্ন্যাসীকে আইনি সহায়তা দিতে চাওয়ায়, আক্রান্ত হয়েছেন একের পর এক আইনজীবী। জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন করেছিলেন সন্ন্য়াসীর আইনজীবীরা। কখনও ওকালতনামা না থাকার কারণ দেখিয়ে কখনও আবার স্থানীয় আইনজীবী না থাকার অজুহাতে সেই আবেদন খারিজ করা হয়েছে। ফলে একমাসের বেশি সময় ধরে জেলে আটকে চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রামের আদালতে ফের জামিন মামলার শুনানি রয়েছে। আবার পরিকল্পনা করে, প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হবে না তো? বাংলাদেশে আক্রান্ত হিনদুদের জন্য় সরব, সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে আটকে রাখতে নতুন কোনও ফন্দি আঁটবে না তো মহম্মদ ইউনূসের সরকার? উদ্বেগে রয়েছেন অনেকেই। কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, "আগে এরকম হয়েছে, হামলা হয়েছে, আশঙ্কা আছে, আশা করব, থ্রেট ছাড়া যাতে শুনানি হয়।''
বৃহস্পতিবার সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হলে, পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের সন্ন্য়াসীরা। সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হয়েছে গোটা বিশ্বের হিন্দুরা। এই দাবিতে, বুধবার মাইকেলনগরে গীতা যজ্ঞের আয়োজন করে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। অন্যদিকে বুধবারই কলকাতায় এসে পৌঁছেছেন দ্য় গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্যরা। বাংলাদেশে হিনদু-সহ সংখ্য়ালঘুদের অবস্থা নিয়ে, বিভিন্ন দেশে ঘুরে, প্রচার চালাচ্ছে বাঙালি হিন্দুদের এই সংগঠন। এই পরিস্থিতিতে এদিকে বাংলাদেশে হিন্দু-বিদ্বেষ চলছেই। পুলিশ-সহ অন্যান্য সরকারি চাকরিতে বেছে বেছে হিনদু-সহ সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বুধবার এর প্রতিবাদে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।