ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ঢাকা বিমানবন্দরে (Dhaka Airport) ঘন কুয়াশা (Fog)। সেই কারণে শনিবার মাঝরাত থেকে কলকাতায় আটকে পড়ে বাংলাদেশগামী (Bangladesh) একাধিক বিমান (Flight)। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায়, ঢাকা বিমানবন্দরে উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে।               

  


তার জেরে গতকাল রাত ১২টার পর থেকে কলকাতা বিমানবন্দরে বাংলাদেশগামী কোনও বিমান ওড়েনি। সকাল ৯টার পর ঢাকাগামী প্রথম বিমান ওড়ে। এর জেরে বাংলাদেশগামী সমস্ত বিমান দেরিতে চলবে বলে জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।          


 



আরও পড়ুন, শহর থেকে জেলা, রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা! জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা


প্রসঙ্গত, পারদ উঠলেও শীতের আমেজ পুরোদস্তুর বজায় রয়েছে বাংলাজুড়ে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও নীচে নামতে পারে তাপমাত্রা। আপাতত শীতের স্পেল চলবে আরও সাতদিন। কনকনে ঠান্ডা জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও শৈত্য প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের দু এক জেলায় ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। ঢাকার পাশাপাশি কলকাতাতেও এক পরিস্থিতি। ফলে উড়ানের ওঠা-নামায় সমস্যা হচ্ছেই।                                                                                                                                                      


অন্যদিকে, মৌসম ভবনের তরফে জানান হয়েছে, আজ পশ্চিমী ঝঞ্ঝা আসছে। ৭ জানুয়ারি ও ১০ জানুয়ারি দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দেশের কিছু রাজ্যে। একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত।