কলকাতা: মা-মেয়ের ঝুলন্ত ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ! 'বাংলাদেশে ফের হিন্দু পরিবারে রহস্যমৃত্যু (Bangladesh News )। বাংলাদেশের দিনাজপুরে বাড়ি থেকেই উদ্ধার শিশুকন্যা সহ মায়ের ঝুলন্ত দেহ। নিহত শিশুকন্যার বয়স ৬ বছর, মায়ের বয়স ২৩ বছর', খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের, খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো-র।বাংলাদেশের দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ছবি ভাইরাল সোশালে । ভয়ঙ্কর সেই ছবি দেখে উদ্বেগপ্রকাশ করেছেন কলকাতা ইসকনের সহ সভাপতি। 'বাংলাদেশে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর খবর কি সত্য?' , ছবি রিপোস্ট করে জানতে চেয়েছেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ অব্যহত। !বাংলাদেশের ভোলা জেলায় সম্প্রতি আক্রান্ত হয়েছিলেন হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাস।ইসলামি মৌলবাদী মহম্মদ রিয়াজের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছিল। আক্রান্ত ব্য়বসায়ীর ছবি পোস্ট করেছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেছিলেন, এটা দুর্ভাগ্যজনক। আমরা রোজ ভাবি যে , আজকে আমরা এরকম খবর শুনবো না। কিন্তু প্রত্যেকদিনই দেখা যাচ্ছে, এরকম আক্রমণ হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। ১০০ দিন থেকে আমরা একই জিনিস দেখছি। একজন ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়েছে। তার কী দোষ ? উনি তো নিজের ব্যবসা করছে। কারও ক্ষতি করছে না। কিন্তু এখন মনে হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু, অন্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান হওয়াটাই পাপ হয়ে গিয়েছে। সেই জন্য ওরা বারবার এরকম আঘাত হানছে।'
আরও পড়ুন, 'অম্বেডকর নিয়ে ঘটনায় আমি স্তম্ভিত’ ! বড়দিনের উৎসব সূচনায় মুখ্যমন্ত্রী
বাংলাদেশে বারবার আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। বারবার আক্রান্ত হচ্ছে হিন্দুরা। এবং এই ঘটনা থামছে না। কারণ পুলিশ এবং প্রশাসনের যে ব্যবস্থা নেওয়া উচিত, সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে না। এবং এই ক্ষেত্রে সরকারের যে উদ্যোগী হওয়া উচিত, এবং পুলিশ প্রশানের যারা ব্যবস্থা নিচ্ছেন না, অর্থাৎ যাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে, বাংলাদেশ সরকারের তরফ থেকেও এখন কোনও পদক্ষেপ নিতে যায়নি। এমনকি বাংলাদেশের বিচারবিভাগের তরফেও কোনও উদ্যোগ চোখে পড়ছে না। জেলে বন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তিনি জামিন পাচ্ছেন না। এখানেই শেষ নয়, তার হয়ে সওয়াল করতে আদালতে দাঁড়াতেও পারছেন না। রবীন্দ্র ঘোষের মত কোনও আইনজীবী যদি আদালতে পৌঁছচ্ছেন তাহলে তাঁকে, সওয়ালও করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সরকারের মনভাব বদলানোর ইঙ্গিত দেখা যাচ্ছে না। তবে অনেকের মতে, এটা সম্ভব তখনই, যখন ভারত-সহ আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপর আরও বাড়বে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।