কলকাতা: বাংলাদেশের কোথাও হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ, নিপীড়ন। কোথাও হিন্দুদের বাড়ি ভাঙচুর, কোথাও সম্পত্তি হাতিয়ে নেওয়া চেষ্টা। কোথাও মূর্তি ভাঙচুর, কোথাও হিন্দুদের উপর হামলা। খবর প্রকাশ্যে এসেছে। যদিও এবিপি আনন্দে সেই খবর প্রকাশিত হয়েছে সূত্র-সৌজন্য উল্লেখ করে।                                             


বাংলাদেশের অশান্তির খবর এবিপি আনন্দের ওয়েবসাইটে প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমকে উল্লেখ করা হয়েছে। বেশ কিছু খবর প্রকাশের ক্ষেত্রে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্স রাধারমণ দাসের সোশাল মিডিয়া পোস্টকে উদ্ধৃত করা হয়েছে। সর্বোপরি সোশাল মিডিয়ায় পোস্টের ক্ষেত্রেও ঘটনাক্রমের 'সত্যতা'কেই প্রাধান্য দেওয়া হয়েছে।


সম্প্রতি ইন্ডিয়ান ডিফেন্স আপডেট নামের একটি ফেসবুক পোস্টে দেখা গিয়েছে এবিপি আনন্দের ফেসবুক পেজের ছবি বিকৃত করে একটি পোস্ট করা হয়েছে যার কোনও সত্যতা নেই। এছাড়া, ফেসবুক বা অন্যান্য সোশাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে এবিপি আনন্দ যে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে থাকে, এই পোস্টটিতে তার বিন্দুমাত্র কোনও মিল নেই। অতএব, এটি ভুয়ো এবং বিকৃতভাবে পোস্ট করা হয়েছে।




কারণ এ ধরনের শিরোনামে কোনও সোশাল মিডিয়া পোস্ট এবিপি আনন্দের তরফে ফেসবুকে করা হয়নি। এমনকী, এবিপি আনন্দের ফেসবুক পোস্টের সেই লিঙ্কও কোথাও দেওয়া নেই। 


এই 'ভুয়ো' ছবিটি নিয়ে তদন্ত করতে গিয়ে দেখা হয়েছে ফেসবুকে  M. Hilal Arefin- ব্যক্তির প্রোফাইল থেকে এই পোস্টটি শেয়ার করা হয়েছিল। যদিও এর কোনও গ্রহণযোগ্যতা এখনও পাওয়া যায়নি। 




এবিপি আনন্দের নামে এই 'ভুয়ো পোস্ট' উদ্দেশ্য প্রণোদিত, বিকৃত উদ্দেশ্য চরিতার্থ করতে এটি করা হয়েছে।  


বাংলাদেশ নিয়ে খবর প্রচারে এবিপি আনন্দের নামে একাধিক ভুয়ো পোস্ট করা হচ্ছে সোশাল মিডিয়ায়। যা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে। 




উপরিউক্ত ফেসবুক প্রোফাইল থেকে এবিপি আনন্দের নামে একাধিক ভুয়ো পোস্ট করা হয়েছে। 


বাংলাদেশ সংক্রান্ত খবর যা এবিপি আনন্দের তরফে প্রকাশিত করা হয়েছে সেখানে আছে সেই সংক্রান্ত খবরের প্রতিবেদন লিঙ্কও, দেখুন এখানে 




এবিপি আনন্দের খবরের সঙ্গে জুড়ে থাকতে সবসময় চ্যানেল, ভেরিফায়েড সোশাল মিডিয়া পেজওয়েবসাইট এবিপি লাইভ বাংলায় খবরের সত্যতা যাচাই করে নেওয়ার জন্য পাঠকদের অনুরোধ করা হচ্ছে।                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে