Bangladesh News Update: জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
Bangladesh Update: শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয়, এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। এবার বাংলা-বিহার-ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপি-র যুগ্ম মহাসচিব রিজভি।
চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হল, অথচ তাঁর হয়ে কোনও আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হল না। বাংলাদেশে ন্যায়বিচার নেই। ফের ইউনূস সরকারকে আক্রমণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
পূর্ব মেদিনীপুরের অধিকারী-গড়ে সমবায় ভোট ঘিরে তুলকালাম। নন্দীগ্রামে ভোটকেন্দ্রের কাছেই চলল বোমাবাজি। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল-বিজেপি, দুই পক্ষ। একই উত্তেজনার ছবি দেখা গেল কোলাঘাটের ভোটকেন্দ্রেও। চলল শাসক-বিরোধী দোষারোপ-পাল্টা দোষারোপ।
বাংলাদেশের পর সিরিয়া, এবার মধ্যপ্রাচ্যের দেশে বিদ্রোহের আগুন। তুমুল বিদ্রোহের জেরে দেশ ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পদে ইস্তফা বাশার আল আসাদের। সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিল বিদ্রোহীরা। দেশ ছেড়ে পালাচ্ছেন সিরিয়ার শাসক দল বার্থ পার্টির নেতা-কর্মীরা। সিরিয়ার বিভিন্ন জায়গায় সরকারি ভবনের দখল নিচ্ছে বিদ্রোহীরা। ৫০ বছর পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের আবসান। জেল থেকে বন্দিদের মুক্তির ঘোষণা বিদ্রোহীদের
রাজনীতির পাশপাশি ফ্যাশনের ময়দানে সুকান্ত মজুমদার। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে র্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। মার্জার সরণিতে দুই কেন্দ্রীয় মন্ত্রীকে দেখে বোঝার উপায় নেই যে তাঁরা পেশাদার নন।
পার্ক স্ট্রিটে ফ্লুরিজের ফ্যাক্টরিতে আগুন। ধোঁয়া বের হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
মুর্শিদাবাদের বড়ঞায় ৫ বছরের শিশুকন্যাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে বড়ঞা থানার হাতে তুলে দেন প্রতিবেশীরা। ধৃতের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কান্দি আদালত। নির্যাতিত শিশু ভর্তি রয়েছে কান্দি মহকুমা হাসপাতালে।
এক রোগীর তাণ্ডবে উত্তেজনা ছড়াল SSKM-এর অ্য়ানেক্স পিজি পলিক্লিনিকে। অভিযোগ, হাসপাতালে রোগী থেকে শুরু করে তাঁদের পরিজন, এমনকী এক নার্সকে মারধর করা হয়। তবে রোগীর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ করা হয়নি। এমনটাই দাবি করা হয়েছে হাসপাতাল সূত্রে।
শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নয়, এবার অলীক দাবি করে বসলেন BNP নেতাও। ভারতের থেকে বাংলা-বিহার-ওড়িশা দাবি করলেন BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। মন্তব্য করলেন বাংলাদেশের সামরিক শক্তি নিয়েও। যা নিয়ে তীব্র কটাক্ষের ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
ওপারে হিন্দু নিপীড়ন, এপারে নিন্দায় ইমাম-মোয়াজ্জেমদের সংগঠন। 'বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিন্দনীয়। ভারত হোক বা বাংলাদেশ, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সংখ্যালঘুদের ওপর হামলা হলে তাঁদের রক্ষা করা সরকারের দায়িত্ব, সরব ইমাম-মোয়াজ্জেমদের সংগঠন।
বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীর। 'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে', সোশাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের
ইসকন সমাজের ক্যানসার। তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তার এরকমই এক হুঁশিয়ারির ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রাধারমণ দাস। একের পর এক মৌলবাদীদের হুঁশিয়ারিতে চিন্তা বাড়ছে ইসকনেরও।
ওপারে হিন্দু নিপীড়ন, এপারে প্রতিবাদ। সন্দেশখালিতে হিন্দু সংগঠনের ডাকে মিছিল। হিন্দুদের ওপর হামলা ও চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ
১৩ দিন ধরে জেলে, এবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলার আবেদন। চিন্ময়কৃষ্ণ দাস সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন। আদালত চত্বরে চিন্ময়কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আদালত চত্বরে থাকা গাড়ি ভাঙচুরের অভিযোগ
বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীর। 'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে', সোশাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের
প্রেক্ষাপট
কলকাতা: ১৩ দিন ধরে জেলে, এবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলার আবেদন। চিন্ময়কৃষ্ণ দাস সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন। আদালত চত্বরে চিন্ময়কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আদালত চত্বরে থাকা গাড়ি ভাঙচুরের অভিযোগ।
অন্যদিকে, শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয়, এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। এবার বাংলা-বিহার-ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপি-র যুগ্ম মহাসচিব রিজভি। বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, দাবি বিএনপি নেতার। জল-স্থল-আকাশপথে দিল্লিকে রুখতে প্রস্তুত বাংলাদেশ, দাবি রুহুল কবীর রিজভির। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগেরদিন উস্কানি বিএনপি নেতার।
অন্যদিকে, বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক! '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না', ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের। ইউনূসের বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ, এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের। ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ। হিন্দুদের ওপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল। ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। এ কোন বাংলাদেশ? ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা?
ভারত Vs বাংলাদেশ! ভারতীয় সেনাবাহিনীতে অফিসার-জওয়ান সহ সক্রিয় সদস্য়ের সংখ্য়া ১৪ লক্ষ ৫৫ হাজার। সেখানে বাংলাদেশের মাত্র ১ লক্ষ ৬৩ হাজার। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারতের কাছে মোট ২ হাজার ২৯৬টি এয়ারক্রাফট আছে। সেখানে বাংলাদেশের ২১৬টি। ভারতের কাছে যুদ্ধবিমান আছে ৬০৬টি। বাংলাদেশের মাত্র ৪৪। ভারতের কাছে ট্রান্সপোর্ট বিমান আছে ২৬৪টি। বাংলাদেশের ১৬টি। ভারতীয় বাহিনীর কাছে হেলিকপ্টার আছে ৮৬৯টি। বাংলাদেশের কাছে ৭৩টি। ভারতের অ্য়াটাক হেলিকপ্টারের সংখ্য়া ৪০। বাংলাদেশের একটিও নেই। ভারতের এরিয়াল ট্য়াঙ্কারের সংখ্য়া ৬। বাংলাদেশের একটিও নেই। ভারতের ট্য়াঙ্কের সংখ্য়া ৪ হাজার ৬১৪। বাংলাদেশের ৩২০। ভারতের আর্মার্ড ভেহিকেলের সংখ্য়া ১ লক্ষ ৫১ হাজার ২৪৮টি। বাংলাদেশের মাত্র ১৩ হাজার ১০০টি। ভারতের সেল্ফ প্রপেলড আর্টিলারির সংখ্য়া ১৪০টি। বাংলাদেশের ২৭। ভারতের টোড আর্টিলারির সংখ্য়া ৩ হাজার ২৪৩। বাংলাদেশের ৪৩৭। ভারতের মোবাইল রকেট প্রজেক্টরস আছে ৭০২টি। বাংলাদেশের ৭১টি। ভারতীয় নৌবাহিনীর ফ্লিটের সংখ্য়া ২৯৪। বাংলাদেশের ১১৭। ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজ আছে ২টি। বাংলাদেশের ১টিও নেই। ভারতের পারমাণবিক সাবমেরিন আছে ২টি। বাংলাদেশের ১টিও নেই। ভারতের মোট সাবমেরিনের সংখ্য়া ১৮ বাংলাদেশের মাত্র ২টি। ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার আছে ১২টি। বাংলাদেশের ১টিও নেই। ভারতীয় নৌবাহিনীতে ফ্রিগেটের সংখ্য়া ১২। বাংলাদেশের ৭। ভারতীয় নৌবাহিনীতে করভেটের সংখ্য়া ১৮। বাংলাদেশের ৬। সুইডেনের বিশেষজ্ঞ সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’-এর রিপোর্টে অনুযায়ী ‘২০২৪ সালের জানুয়ারি মাসের হিসাবে ভারতের হাতে ১৭২টি পরমাণু অস্ত্র রয়েছে।’’ স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঝুলি শূন্য়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -