কলকাতা: শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, বলেছিলেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার ভিডিও পোস্ট করে নতুন বার্তা দিলেন হাসিনা-পুত্র (Bangladesh Update)। ভিডিও বার্তায় বললেন, আওয়ামি লিগ শেষ হয়ে যায়নি। বাংলাদেশজুড়ে অরাজকতা চলছে। আওয়ামি লিগের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে। লুঠপাট, খুন হচ্ছে। কিন্তু আওয়ামি লিগ মরে যায়নি। নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা আওয়ামি লিগ ছাড়া সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার গঠনের আগে ভিডিও পোস্ট করে বার্তা দিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 


 



ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, "আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুঠপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের নেতা, কর্মী,আমাদের আওয়ামি লিগের নেতা, কর্মীদের উপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামি লিগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরনো, গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামি লিগ কিন্তু মরে যায়নি। আওয়ামি লিগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামি লিগকে শেষ করা সম্ভব নয়। আমরা বলেছিলাম, আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতা, কর্মীর উপর  যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামি লিগ ছাড়া সম্ভব নয়। আওয়ামি লিগ হচ্ছে সবথেকে বড় দল। আওয়ামি লিগ কোথাও যাবে না, আওয়ামি লিগ শেষ হয়ে যাবে না। আওয়ামি লিগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামি লিগের নেতা, কর্মীদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে, আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনার একা নন, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশকে, আমাদের নেতা, কর্মীদেরকে, আওয়ামি লিগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন, আমরা করতে প্রস্তুত। আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলব যে, আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং হিংসা বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামি লিগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব নয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা।'' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rain Alert: অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি, সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা বঙ্গে